খেলা

বাংলাদেশকে বিপদে ফেলে শুরুতেই ফিরলেন শান্ত-মিথুন

By daily satkhira

September 23, 2018

খেলার খবর: এশিয়া কাপের সুপার ফোরে আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিং নেমেই দুই উইকেট হারিয়ে বিপদে পড়েছে বাংলাদেশ। ব্যর্থতার ধারা অব্যাহত রেখে ফিরলেন নাজমুল হোসেন শান্ত ও মিথুন। ২ বলে ১ রান মিখুন এবং ১৮ বলে ৬ রান করে ফিরেছেন শান্ত। এই প্রতিবেদন লেখা পর্যন্ত মাশরাফির দলের সংগ্রহ ৭ ওভারে ২ উইকেটে ৩২ রান। সুপার ফোর পর্বে রবিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ।

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে একাদশে দুইটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। একাদশে ঢুকেছেন ইমরুল কায়েস ও নাজমুল ইসলাম অপু। মোসাদ্দেক হোসেন সৈকতের পরিবর্তে ইমরুল কায়েসকে একাদশে রাখা হয়েছে। অন্যদিকে, রুবেল হোসেনের পরিবর্তে একাদশে রাখা হয়েছে নাজমুল ইসলাম অপুকে। এই ম্যাচের মাধ্যমে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হচ্ছে স্পিনার অপুর।

বাংলাদেশ একাদশ লিটন দাস, ইমরুল কায়েস, সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিথুন, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন ‍মুর্তজা (অধিনায়ক), নাজমুল ইসলাম অপু, মোস্তাফিজুর রহমান।

আফগানিস্তান একাদশ মোহাম্মদ শাহজাদ (উইকেটরক্ষক), ইহসানুল্লাহ, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি, আসঘার আফগান (অধিনায়ক), মোহাম্মদ নবী, সামিউল্লাহ শেনওয়ারি, গুলবদিন নাইব, রশীদ খান, মুজিব উর রহমান, আফতাব আলম।