খেলা

আইপিএলের পরের আসর দ. আফ্রিকায়!

By daily satkhira

September 24, 2018

খেলার খবর: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পরের আসর বসতে পারে দক্ষিণ আফ্রিকায়। ২০১৯ সালে ভারতে সাধারণ নির্বাচন। সে সময় দেশে আইপিএলের মতো বড় আসর আয়োজন সম্ভব হবে না বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যে আট ফ্র্যাঞ্চাইজিকে দক্ষিণ আফ্রিকায় আইপিএল আয়োজনের সম্ভাবনার বিষয়টি অবহিত করা হয়েছে। ২০১৯ সালে আবার ওয়ানডে বিশ্বকাপও হবে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) জানিয়েছে, বৈশ্বিক এই টুর্নামেন্ট শুরুর কমপক্ষে ১৫ দিন আগে আইপিএলের আসর শেষ করা হবে। আগামী বছরের মার্চের তৃতীয় সপ্তাহে আইপিএল শুরু করার পরিকল্পনা রয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার আগে ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে মিটিংয়ে বসবে আইপিএলের পরিচালনা পর্ষদ। বিসিসিআইয়ের ঘনিষ্ঠ সূত্র দক্ষিণ আফ্রিকায় টুর্নামেন্ট করার সম্ভাব্য সিদ্ধান্ত নিয়ে বলেছে, ‘আগাম নির্বাচনের সম্ভাবনা বাদ দিলে, আমরা ধরে নিতে পারি নির্বাচন এপ্রিল বা মে মাসে হবে। যদিও আইপিএল শুরু হবে মার্চের তৃতীয় সপ্তাহে। টুর্নামেন্টের মাঝখানে আমরা জায়গা বদলাতে পারব না। এতে দলগুলোকে শেষদিকে এসে আবার কন্ডিশনের সঙ্গে খাপ খাওয়ানোর চেষ্টা করতে হবে।’ তিনি যোগ করেন, ‘আমাদের পরিকল্পনায় দক্ষিণ আফ্রিকা এক নম্বরে। সেখানকার কন্ডিশন একদম আলাদা। সেখানে আলাদা কৌশলে এগোতে হবে। ইংল্যান্ডও আমাদের ভাবনায় ছিল। কিন্তু সেখানকার আবহাওয়া অনুকূল নয়। সংযুক্ত আরব আমিরাতে মাত্র তিনটি ভেন্যু। সেখানে আমরা পুরো আইপিএল করতে পারব না। এজন্যই দক্ষিণ আফ্রিকাকে বেছে নেয়া। শুধু বেশি ভেন্যু আছে এমন নয়, তাদের খেলোয়াড়রাও পুরো টুর্নামেন্ট খেলতে পারবে।’