সাতক্ষীরা

শিশু অধিকার বিষয়ে ব্রেকিং দ্য সাইলেন্স’র কুইজ প্রতিযোগিতা

By daily satkhira

September 24, 2018

এম.এ হোসাইন : বৃহস্পতিবার ব্রেকিং দ্য সাইলেন্স’র আয়োজনে সদর উপজেলার ডিবি ইউনাইটেড হাইস্কুলে ৯ম ও ১০ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে শিশু অধিকার প্রতিষ্ঠায় কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ডিবি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান। এসময় আরো উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. ফয়জুল হক, রেহেনা খাতুন, ব্রেকিং দ্য সাইলেন্স’র এসপিএ প্রকল্পের পিসি মো. মনিরুজ্জামান টিটু, ইয়ুথ ভলান্টিয়ার সালমা আক্তার ও সামছুদ্দীন কাজল, জেলা এডলোসেন্ট ও ইয়ুথ ক্লাবের সদস্য মাসুদ রানা, রাইসুল ইসলাম, রুবিনা সুলতানা, মুজাহিদ হোসেন ও ইউনিয়ন ইয়ুথ সদস্যবৃন্দ। কুইজে শিশু অধিকার, শিশু নির্যাতন, বাল্যবিবাহ, জরুরী সেবা, জাতীয় ও আন্তর্জাতিক দিবস, স্থানীয় সরকার, মুক্তিযোদ্ধা, ভাষা আন্দোলন, খেলাধুলা, সাধারণ জ্ঞান প্রভৃতি বিষয়ে ৭৯জন শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। মো. মোশারাফ আলী ১ম স্থান, মো. মাসুদ রানা ২য় ও ৩য় স্থান অধিকারী জান্নাতুল ফেরদাউসকে পুরস্কৃত করা হয়।