বিদেশের খবর: মার্কিন বাহিনীর বিমান হামলায় যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় এ পর্যন্ত তিন হাজার ৩৩১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। ব্রিটেনভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ তথ্য দিয়েছে। এ খবর দিয়েছে পার্সটুডে। উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে যুদ্ধের নামে বিনা অনুমতিতে চার বছর আগে মার্কিন বাহিনী সিরিয়ায় বিমান হামলা শুরু করে। তবে মার্কিন হামলায় দায়েশের তেমন কোনো উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া না গেলেও বেসামরিক নাগরিক ও সিরিয়ার সেনাবাহিনীর ওপর বহুবার হামলা করেছে তারা এবং সেসব খবর আন্তর্জাতিক গণমধ্যমে প্রকাশিত হয়েছে। বেসামরিক নাগরিক নিহত হওয়া সম্পর্কে সিরিয়ান অবজারভেটরির প্রধান রামি আবদেল রহমান জানান, নিহতদের মধ্যে ৮২৬টি শিশু এবং ৬১৫ জন নারী রয়েছেন। অন্যদিকে, আমেরিকা ভিন্ন এক রিপোর্টে দাবি করেছে, তাদের বিমান হামলায় চলতি বছরের ৩০ জুলাই পর্যন্ত সিরিয়া ও ইরাকে মাত্র এক হাজার ৬১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এ দাবিকে সত্য গোপনের প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। বেসামরিক নাগরিক হত্যার বিষয়টি তদন্ত না করায় মানবাধিকার সংগঠনগুলো মার্কিন সরকারের সমালোচনা করছে।