তালা

তালায় স্কুলের ভবনের ভিত্তি প্রস্থ উদ্বোধন করলেন এমপি লুৎফুল্লাহ

By daily satkhira

September 24, 2018

নিজস্ব প্রতিবেদক : নির্বাচিত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় সমূহের উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের ঘোনা পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের চারতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তুর উদ্বোধণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হেয়ছে। সোমবার স্কুল চত্বরে এ ভবন নির্মান কাজের ভিত্তি প্রস্থ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলাউদ্দিন হোসেনের সভাপতিত্বে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, ভাইস চেয়ারম্যান ইফতেখার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা, মুক্তিযোদ্ধা কলেজের উপাধ্যক্ষ মহিবুল্লাহ মোড়ল, ইউনিয়ন চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সুভাষ চন্দ্র সেন, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান সরদার, প্রধান শিক্ষক স্বপন হালদার, পল্লী মঙ্গল মিলন সংঘের (ঘোনা) এর সভাপতি গাজী ছকিল উদ্দিন সহ বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও আওয়ামীলীগের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বঙ্গবন্ধুর ডাকে বাংলাদেশ স্বাধীন হয়েছিল বলে দেশ এখন এত উন্নত। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় রাজাকাররা মা-বোনদের ইজ্জত হরণ, লুণ্ঠনসহ হত্যাযজ্ঞ চালিয়েছিলো। তাদের বিচার চাওয়া ও বিচার হওয়া কি অপরাধ। আইন তাদের উপযুক্ত বিচার করে শাস্তি দিয়েছে। আর জামায়াত-বিএনপি ইসলামের কথা বলে মানুষ হত্যা করে। এটি কোন ইসলাম। যারা মানুষ হত্যা করে তারা কোন ইসলাম পালন করে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ২ কোটি ৭৫লক্ষ টাকা ব্যয়ে চারতলা ভিত বিশিষ্ট) চারতলা একাডেমিক ভবনের নির্মান কাজ বাস্তবায়ন করবে। ইসলামের দোহাই দিয়ে যারা রাস্তা কাটে, গাছ কাটে, স্কুল পুড়িয়ে ভোট চায়। তাদেরকে প্রতিহত করে আগামী নির্বাচনে আবারো বাংলাদেশ আওয়ামীলীগ কে ক্ষমতায় আনার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে নৌকা প্রতীকের পক্ষে কাজ করার আহ্বান জানান। পরে সংসদ সদস্য খলিষখালী মাধ্যমিক বিদ্যালয় ও পাটকেলঘাটা ঘোনা পল্লী মঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন।