সাতক্ষীরা

শুমারি উপলক্ষ্যে গণনাকারিদের ৩দিন ব্যাপি প্রশিক্ষণ সমাপ্ত

By daily satkhira

September 24, 2018

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিসংখ্যান ব্যুরোর আয়োজনে ২৭ সেপ্টেম্বর হতে ১৬ অক্টোবর ২০১৮ খানা তথ্যভান্ডার শুমারি উপলক্ষ্যে গণনাকারিদের ৩দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত হয়েছে। রাজশাহী, খুলনা এবং সিলেট বিভাগের ২২টি জেলার আর্থসামাজিক অবস্থা তথ্য সংগ্রহের লক্ষ্যে বিশ্ব ব্যাংকের সহায়তায় এ শুমারি পারিচালিত হবে। গতকাল বিকাল ৫টায় পুরাতন সাতক্ষীরা জি এন প্রাথমিক বিদ্যালয়ে সাতক্ষীরা পৌরসভার ৩ ও ৪নং ওয়ার্ডের সুপারভাইজার ও গননাকারীদের প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জোনাল অফিসার সাতক্ষীরা জেলা জোন-৩ মুফতি মুখদুম রহিম, অতনু বোস, আফজাল হোসেন, ইসমত আরা, শরিফুল ইসলাম, ইউনুস আলীসহ গননাকারি বৃন্দ। উল্লেখ্য গননা কার্যক্রমের সময় সংশ্লিষ্ট এলাকার সকল খানার সকল সদস্যদের জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদসহ তথ্য সংগ্রহকারীকে নির্ভূলতথ্য প্রদানের আহ্বান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি