আন্তর্জাতিক

মিয়ানমার-ভারত সামরিক মহড়া

By Daily Satkhira

September 25, 2018

বিদেশের খবর: ভারতের এয়ারক্রাফট নেভি ড্রোনিয়ারসহ আরো দুটি নৌ জাহাজ মিয়ানমারের ইয়াঙ্গুন বন্দরে ভিড়েছে। দেশ দুটির মধ্যে দ্বিপক্ষীয় মহড়ার অংশ হিসেবে সোমবার ভারতীয় জাহাজ কুলিশ ও বাত্তিমালভ ইয়াঙ্গুন পৌঁছায়। খবর সিনহুয়ার।

সিনহুয়া জানায়, গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইয়াঙ্গুন বন্দরে তিনদিন অবস্থানকালে সপ্তম ভারত-মিয়ানমার সমন্বিত মহড়ার উদ্বোধন করা হবে। নিজ নিজ উপকূলীয় সীমানায় নিরাপত্তা বজায় রাখা এবং দুদেশের নৌবাহিনীর মধ্যে কর্মসূচি বিনিময়ের মাধ্যমে পারস্পারিক সমঝোতা বাড়ানোই এই মহড়ার লক্ষ্য।

এছাড়াও তিন দিনের এই অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে দুদেশের কর্মকর্তাদের মধ্যে সৌজন্য সাক্ষাত, ক্রীড়া প্রতিযোগিতা ও সামাজিক যোগাযোগ এবং ইয়াঙ্গুনের আকর্ষণীয় স্থানগুলোতে ভ্রমণ।

এর আগে আগস্ট মাসে ভারতের নৌবাহিনীর আরেকটি জাহাজ খঞ্জারও ইয়াঙ্গুন বন্দরে অবস্থান করেছিল।