আশাশুনি ব্যুরো : আশাশুনির বড়দলে জমি জবর দখলের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে দক্ষিণ বড়দল কালীমন্দিরের সামনে গ্রামবাসীর আয়োজনে এলাকার জেলে সম্প্রদায় এ মানববন্ধনে অংশ গ্রহণ করেন। মানববন্ধরে দেবেন মন্ডল (৮৫), বিভুতি রায়, নমিতা রাণী মন্ডল, কালিদাসী মন্ডলসহ একাধিক ব্যক্তি তাদের বক্তব্যে বলেন দঃ বড়দল গ্রামে ১০৮ পরিবার জেলে সম্প্রদায়ের লোকজন বসবাস করেন। তাদের বাড়ী সংলগ্ন কপোতাক্ষ নদের প্রায় ২ শতাধিক বিঘা চরভরাটি জমি উঠলে বিগত ২০০৯ সাল থেকে আশাশুনি সীমানার উপরোক্ত ব্যক্তিবর্গ সহ একই সম্প্রদায়ের ৩৭ জন সরকারি ইজারা পরিশোধ করে ২৩ একর জমি ভোগদখলে নিয়ে মাছচাষ করে আসছিলো। দু’জেলার মধ্যে সীমানা নিয়ে বিতর্কের সৃষ্টি হলে গত ১৮/৬/২০১৭ সালে খুলনা ও সাতক্ষীরা জেলার পক্ষে সার্ভেয়ার মাপ জরিপ করে দুই জেলার সীমানা নির্ধারন করে দেন। কিন্তু বড়দল গ্রামের মৃত ইন্তাজ গাজীর পুত্র আনিছ গাজী, বাছেদ গাজী, জোহর গাজীর পুত্র মিজানুর গাজী, ইসলাম গাজীর পুত্র আমিরুল গাজী খুলনা জেলার পাইকগাছা থানার নোবায়েত মোল্যার পুত্র মনিরুল, একই গ্রামের আরিফুল, কামাল গাজীসহ কিছু ভূমিদস্যু উক্ত সরকারি সীমানা পিলার না মেনে জেলে সম্প্রদায়ের উক্ত ভোগদখলী ইজারাকৃত জমি থেকে ১৪৬৫ দাগের প্রায় ১৫ একর জমি তারা দখল করে নিয়েছে। নমিতা রাণী মন্ডল জানান- উপরোক্ত ভূমিদস্যুরা প্রকাশ্যে আমাদের জানমালের ক্ষয় ক্ষতি ও জমি ছেড়ে দিতে বিভিন্নভাবে হুমকি দিয়ে যাচ্ছে। আমাদের রাত হলে ভয়ে ভয়ে থাকতে হচ্ছে। এবিষয়ে জানতে চাইলে মৃত: ইনতাজ গাজীর পুত্র বাছেদ গাজী জানান, আমাদের যেমন ডিসিয়ার আাছে তদরুপ তাদের ও ডিসিয়ার আছে। কিন্তু পার্থক্য হলো আমরা গত ৫ বছর যাবত অনেক শ্রম ও অর্থ ব্যায় করে ঘেরের পরিবেশ তৈরী করে মৎস্য চাষ করে আসছি। কয়েক দিন পূর্বে দেবব্রত মেম্বর তার লোক জন নিয়ে আমাদের ৪ জনের ডিসিয়ারের ৪টি ঘেরের বেড়ি কেটে ব্যাাপক ক্ষতি সাধন করেছে। এখাানে প্রায় ২৬০ বিঘা খাস সম্পত্তি আছে তাই আমরা যেহেতু কয়েক বছর থেকে উক্ত সম্পত্তি বৈধ ডিসিয়ার নিয়ে ভোগ দখল করে আসছি সেহেতু আামাদের বেআাইনি ভাবে উঠিয়ে না দিয়ে যারা অবৈধ ভাবে দখলে আছে তাদেরকে উঠানোর ব্যবস্থা করলে ভালো হয়। তিনি আরও জানান, আমরা তাদের উপর নির্যাতন করছি না দেবব্রত মেম্বর এবং তার লোকজন আমাদের ক্ষতি সাধন করেছেে সেটা এলাকায় আসলে সবাই জানতে পারবে। এ ব্যাপারে বড়দল ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম মোল্যা জানান- উভয় উপজেলার সীমানা নির্ধারন করার পরেও এপার ওপারের কিছু লোকজন সীমানা না মেনে এলাকার শান্তি নষ্ট করছে। উপরোক্ত ইজারাকৃত জমি জেলে সম্প্রদায়ের মধ্যে ফিরিয়ে দিতে সংশ্লিষ্ট প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবারের লোকজন।