সাতক্ষীরা

ভোমরার পার্কিং ইয়ার্ড থেকে চুরি হওয়া পাথরসহ ট্রাক উদ্ধার

By daily satkhira

September 25, 2018

নিজস্ব প্রতিবেদক : ভোমরার সিএন্ডএফ এজেন্ট এসোসিশেয়নের সাবেক সাধারণ সম্পাদক অহিদুলের সহযোগিতায় পার্কিং ইয়ার্ড থেকে চুরি হওয়া পাথরসহ ট্রাকটি উদ্ধার করে সাতক্ষীরা সদর থানা। সোমবার সন্ধ্যায় সাতক্ষীরা সদর থানার ওসি(অপারেশন) সেকেন্দার আলী খুলনার হরিনটানা থানা থেকে সাতক্ষীরা সদর থানায় নিয়ে আসেন। উল্লেখ্য: ভোমরা বন্দরের শরিফুল এন্ড ব্রাদার্স নামক আমদানীকারক প্রতিষ্ঠান ৪ হাজার টন বোল্ডার পাথর আমদানি করে অহিদুল ইসলামের পার্কিং ইয়ার্ডে (ভাড়া চুক্তিতে) রাখে। ৪ হাজার টন পাথরের মধ্যে ৩ হাজার টন পাথর সরবরাহ করা হয়। বাকী ১ হাজার টন পাথর উক্ত স্থানে ছিলো। কিন্তু ১ হাজার টন পাথরের মধ্যে প্রায় ৫০০ টন পাথর (আনুমানিক মূল্য ১৬লক্ষ টাকা) অহিদুল ইসলামের নির্দেশে উল্লেখিত আব্দুল আজিজ, আহম্মদ আলী ও মল্লিক আব্দুল আজিজ গোপনে চুরি করে। চোরাই পাথর গুলো ৩টি ট্রাকে (ঢাকা মেট্রো-ট-১৮-৪৮৮২, ঝিনাইদহ-ট-১১-১৫৪২ ও যশোর-ট-১১-৪৬৮৩) লোড করে নিয়ে যাওয়ার সময় গত ২১ সেপ্টেম্বর’ ১৮তারিখে উক্ত গুলোর মধ্যে একটি ট্রাক যার নং (যশোর-ট-১১-৪৬৮৩) সহ চালককে আটক করে খুলনার হরিনটানা থানার পুলিশ। এঘটনায় পাথরের মালিক গত ২২ সেপ্টেম্বর সাতক্ষীরা সদর থানায় একটি এজাহার দায়ের করেন। এজাহার দায়েরের পর খুলনায় আটক হওয়া ট্রাকটি উদ্ধার করে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ট্রাকটি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।