সাতক্ষীরা

সাতক্ষীরায় শিশুদের মাঝে জাতীয় পতাকা বিতরণ

By daily satkhira

December 15, 2016

প্রেসবিজ্ঞপ্তি : সাতক্ষীরায় মহান বিজয় দিবস-২০১৬ উদযাপন উপলক্ষ্যে শিশুদের মাঝে জাতীয় পতাকা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টায় সদর উপজেলার রাজার বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গবেষণা প্রতিষ্ঠান বারসিক এবং শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিম এই পতাকা বিতরণ করেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রেহানা আফরোজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মুন্সী এমাদ উদ্দিন। বক্তব্য রাখেন স্কুলের সহকারী শিক্ষক বিলকিস খাতুন, সাতক্ষীরা শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের আহবায়ক আসাদুল ইসলাম, রাসেল মাহমুদ সোহাগ, কাদের সিদ্দিকী, সাঈদুর রহমান, মো. আব্দুল্লাহ, নাহিদ হাসান, বাহলুল করিম, শামছুন্নাহার মুন্নি, আব্দুর রহিম প্রমুখ। বক্তারা মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, বিজয় আমাদের অহংকার। বিজয় আমাদের গর্ব। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে অর্জিত স্বাধীনতা রক্ষায় সকলকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে। বিজয়ের আনন্দে দেশের কল্যাণে কাজ করতে হবে। এর আগে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়।