জাতীয়

সরকারি চাকরিজীবীদের জন্য ৫% সুদে গৃহঋণের চুক্তি

By daily satkhira

September 25, 2018

দেশের খবর: সরকারি কর্মকর্তা-কর্মচারিদের জন্য ৫ শতাংশ সুদে গৃহঋণ দিতে কয়েকটি ব্যাংকের সাথে চুক্তি করেছে সরকার। মঙ্গলবার সচিবালয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য গৃহ নির্মাণ ঋণ দিতে রাষ্ট্রায়ত্ত চার ব্যাংক এবং হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন এর সঙ্গে এ চুক্তি হয়। এই অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, লাভ একটু কম করলেই ব্যাংকগুলো সর্বোচ্চ ৯ শতাংশে ঋণ দেয়া এবং ৬ শতাংশে আমানত নিতে পারে। গত ৩০ জুলাই জারি হওয়া পরিপত্র অনুযায়ী ৫ম গ্রেড হতে সর্বোচ্চ ৭৫ লাখ টাকা আর ২০তম গ্রেড হতে ১৮ গ্রেড পর্যন্ত ৩৫ লাখ ঋণ পাবেন। অনুষ্ঠানে জানানো হয় সুদের হার যাই হোক গ্রাহক ঋণ পাবেন সর্বোচ্চ ৫ শতাংশে। বাকিটা সরকার ভর্তুকি হিসেবে ব্যাংককে দেবে। সর্বোচ্চ ৫৬ বছর বয়সীরা ঋণের আবেদন করতে পারবেন। তবে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরিজীবীরা এই সুবিধা পাবেন না।