শ্যামনগর

চিহ্নিত জামায়াত নেতা কৈখালী ইউপি চেয়ারম্যান রহিম আটক

By daily satkhira

September 25, 2018

নিজস্ব প্রতিবেদক : শ্যামনগর উপজেলার চিহ্নিত জামায়াত নেতা নাশকতাসহ একাধিক মামলার আসামী কৈখালী ইউপি চেয়ারম্যান শেখ আব্দুর রহিমকে আটক করেছে সাতক্ষীরা ডিবি পুলিশ। মঙ্গলবার দুপুর ৩ টার দিকে সাতক্ষীরা শহরের কদমতলা এলাকায় ঢাকাগামী কে-লাইন পরিবহন থেকে আটক করা হয়। আটক আব্দুর রহিম শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের জয়াখালী গ্রামের শেখ আবু দাউদের ছেলে। সে কৈখালী ইউনিয়নের জামায়াতের উপদেষ্টা ও জামায়াতের অর্থযোগানদাতা এবং আদম ব্যবসায়ী। কৈখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান জি এম রেজাউল করিম বলেন, আটক চেয়ারম্যান আব্দুর রহিম কৈখালী ইউনিয়ন জামায়াতের শীর্ষ নেতা। তার বিরুদ্ধে নাশকতাসহ একাধিক মামলা রয়েছে। এছাড়া আগামী নির্বাচনকে সামনে রেখে এলাকার চিহ্নিত জামায়াত-বিএনপি ক্যাডারদের সংঘটিত করে নাশকতার পরিকল্পনা চালিয়ে যাচ্ছে। এছাড়া সে একজন চিহ্নিত আদম ব্যবসায়ী। সাতক্ষীরা ডিবি পুলিশের ওসি আলী আহমদ হাসমী তাকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে নাশকতাসহ একাধিক মামলা রয়েছে।