ভিন্ন স্বা‌দের খবর

বিলাসবহুল হীরার জুতা, জোড়া ১৪২ কোটি টাকা

By daily satkhira

September 25, 2018

অনলাইন ডেস্ক: অসাধারণ সব উন্নয়ন কর্মযজ্ঞের নিদর্শনের জন্য পরিচিত সংযুক্ত আরব আমিরাত। রাজধানী আবু ধাবিতে রয়েছে বিশ্বের সর্বাচ্চ টাওয়ার (বুর্জ খলিফা), কৃত্রিম পাম দ্বীপসহ চোখ ধাঁধানো নানা ধরনের শপিং মল। তবে এবার নতুন একটি রেকর্ড গড়তে যাচ্ছে আবু ধাবি। বিশ্বের একমাত্র সেভেন স্টার হোটেল বুর্জ আল আরবে বুধবার বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল জুতার মোড়ক উন্মোচন করা হবে। দীর্ঘ ৯ মাসের পরিকল্পনায় জাদা দুবাই নামের একটি কোম্পানি বিলাসবহুল এই জুতা তৈরি করেছে। যার বাজার মূল্য নির্ধারণ করা হয়েছে ১৭ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি ১৪২ কোটি ৯৭ লাখ টাকা)। ‘দ্য প্যাসন ডায়মন্ড সু’ নামে তৈরি এই জুতায় ব্যবহার করা হয়েছে হীরা এবং খাঁটি সোনা। জুতার ওপরের অংশে চারদিকে শত শত হীরার টুকরার পাশাপাশি অাছে ১৫ ক্যারটের দুই খণ্ড হীরা। এর আগে বিশ্বের ব্যয়বহুল জুতা তৈরির রেকর্ড ছিল ডেবি উইংহামের হাই হিল; এর মূল্য ছিল প্রায় ১৫ দশমিক ১ মিলিয়ন ডলার।