সাতক্ষীরা

আফরোজা আতœহত্যা প্ররোচনার মামলায় আওয়ামীলীগ নেতা ও ইউপি চেয়ারম্যানসহ ২ জনের জামিন না’মঞ্জুর

By daily satkhira

December 15, 2016

নিজস্ব প্রতিবেদক: কলারোয়ায় তরুনি আফরোজা আতœহত্যা প্ররোচনা মামলায় কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলামসহ কারাগারে আটক দুই জনের জামিন না’মঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার বেলা ১টার দিকে সাতক্ষীরা সিনিয়র জুডিশিয়াল আমলী আদালত-৪ এর বিচারক হাবিবুল্লাহ মাহমুদ মামলার আসামি চেয়ারম্যান মনিরুল ইসলাম ও হাসান এই দুইজনের জামিন না’মঞ্জুর করেন। এর আগে গত শনিবার কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া গ্রামের তরুনী আফরোজা খাতুনের আতœহত্যার প্ররোচনার মামলায় গ্রেফতার হন ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, চৌকিদার ইসমাইল হোসেন ও দোকানদার হাসান। সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. আব্দুল মজিদ জামিন না’মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন। উল্লেখ্যঃ গত ৯ ডিসেম্বর শুক্রবার দুপুরে উপজেলার সোনাবাড়িয়া গ্রামের মৃত নুর মোহাম্মাদের ছোট মেয়ে আফরোজা খাতুন একটি দোকানে মোবাইলে ফ্ল্যাক্সি লোড দিতে যায়। এ সময় দোকানদার হাসানের সাথে পলাশ নামের এক বহিরাগত যুবকের লেনদেন নিয়ে বাক বিতন্ডা হয়। পলাশকে শায়েস্তা করতে হাসান ও তার সহযোগীরা অফরোজা ও পলাশকে একটি ঘরে ঢুকিয়ে দরজা লাগিয়ে অসামাজিক কাজের অভিযোগ তোলে। পরে সোনাবাড়িয়া ইউপি চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা মনিরুল ইসলামের নির্দেশে তাদের দড়ি দিয়ে বেধে গ্রাম ঘুরানো হয়। আর এসব ছবি ফেসবুকেও ছড়িয়ে দেয় এক বখাটে। এতে চরম অপমান ও লজ্জায় শনিবার সন্ধ্যায় আফরোজা আত্মহননের পথ বেছে নেয়। এ ঘটনায় সোনাবাড়িয়া ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলামসহ সাত জনের নামে কলারোয়া থানায় একটি মামলা দায়ের করেন আফরোজার বড় ভাই ইব্রাহীম খলিল। ইতিমধ্যে এজাহার ভূক্ত আসামি সোনাবাড়িয়া ইউপি চেয়ারম্যানসহ তিন আসামিকে গ্রেপ্তার করে জেলা হাজতে পাঠিয়েছে পুলিশ।