অনলাইন ডেস্ক: মিথ্যা ও মানহানিকর খবর প্রচারের অভিযোগে দুই হাজার কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশনের বিরুদ্ধে মামলা করেছে প্রাণ-আরএফএল গ্রুপ। গ্রুপের দুই প্রতিষ্ঠান রংপুর মেটাল ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রাণ এগ্রো লিমিটডের চেয়ারম্যানের পক্ষে ব্যবস্থাপক ওমর ফারুক মঙ্গলবার ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতে দুইটি পৃথক মামলা করেন । বিচারক উৎপল ভট্টাচার্য প্রাথমিক শুনানি নিয়ে মামলা দুইটির আদেশের জন্য রেখেছেন বলে জানান বাদীপক্ষের আইনজীবী তানজিম আল ইসলাম। তানজিম বলেন, গত ৩০ অগাস্ট এবং ৩, ৪, ৬ সেপ্টেম্বর দৈনিক যুগান্তরে ‘প্রাণ আরএফএল গ্রুপের ৪০ কোটি টাকার ভ্যাট ফাঁকি’; ‘প্রাণে প্রাণ যায়’; ‘ফসলের ক্ষতি, কৃষক দিশেহারা’ শিরোনামে খবর প্রকাশ করে। “পাশাপাশি যমুনা টেলিভিশনও একই ধরনের সংবাদ প্রচার করে বাদীদের প্রতিষ্ঠানের ব্যবসায়িক সুনাম, ভাবমূর্তি নষ্ট করেছে। তারা উদ্দেশ্যমূলকভাবে অসুস্থ প্রতিদ্বন্দ্বিতার মানসিকতা নিয়ে এ ভুয়া সংবাদ প্রকাশ ও প্রচার করে তাদের আর্থিক ক্ষতি করেছেন।” যুগান্তরের বিরুদ্ধে মামলায় বিবাদী করা হয়েছে দৈনিকটির ভারপ্রাপ্ত সম্পাদক, প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদককে। আর যমুনা টেলিভিশনের বিরুদ্ধে মামলায় বিবাদী করা হয়েছে যমুনা গ্রুপ, যমুনার প্রধান বার্তা সম্পাদক এবং তিনজন প্রতিবেদককে। ব্যবসায়ী নূরুল ইসলাম বাবুলের মালিকানাধীন যমুনা গ্রুপের দৈনিক যুগান্তর এবং যমুনা টেলিভিশন।