আশাশুনি

আনুলিয়া থেকে অপহৃত যুবক কালিগঞ্জের মুকুন্দপুরে উদ্ধার

By daily satkhira

December 15, 2016

নিজস্ব প্রতিবেদক: আশাশুনির আনুলিয়া থেকে অপহৃত এক যুবককে কালিগঞ্জের মুকুন্দপুর গ্রাম থেকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে মুকুন্দপুর গ্রামের আলী বকসো মোড়লের ছেলে মিঠু মোড়লের বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়। অপহৃত যুবকের নাম মওদুদ সরদার (২৩)। সে আশাশুনি উপজেলার কাপসান্ডা গ্রামের মোস্তফা সরদারের ছেলে। তবে, পুলিশের দাবি এটা কোন অপহরনের ঘটনা নয়। মওদুদের চাচাতো ভাই জাহিদুল ইসলাম রাজু জানান, ইট ভাটায় শ্রমিক দেয়ার জন্য মওদুদ অগ্রিম ৩০ হাজার টাকা নেয় মিঠুর কাছ থেকে। কিন্তু মওদুদ ভাটায় কোন শ্রমিক ও টাকা ফেরত না দিতে পারায় তাদের মধ্যে বেশ কিছু দিন ধরে ঝগড়া চলছিল। এক পর্যায়ে মিঠুসহ তার লোকজন কালিগঞ্জের মুকুন্দপুর গ্রাম থেকে ৭/৮ টি মোটরসাইকেল যোগে এসে আশাশুনি উপজেলার আনুলিয়া হাজী মার্কেটের সামনে থেকে গত ১৩ ডিসেম্বর মওদুদকে অপহরণ করে নিয়ে যায়। এরপর তারা মিঠুর বাড়িতে মওদুদকে আটকে রাখে। বিষয়টি জানাজানি হলে বৃহস্পতিবার দুপুরে মওদুদের দুলাভাই জয়নুদ্দীন সরদার কালিগঞ্জ পুলিশের এস,আই রমজান আলীর সহায়তায় তাকে উদ্ধার করেন। বর্তমানে মওদুদ কালিগঞ্জ থানা হেফাজতে রয়েছে। এ ব্যাপারে কালিগঞ্জ থানার এস,আই রমজান আলী জানান, এটি কোন অপহরনের ঘটনা নয়। ভাটায় শ্রমিক দেয়ার নাম করে মওদুদ ৩০ হাজার টাকা নেয় মিঠুর কাছ থেকে। কিন্তু এর বিনিময়ে মওদুদ ভাটায় কোন শ্রমিক না দিতে পারায় মিঠু তার কাছে টাকা ফেরত চায়। এই টাকা নিয়ে মওদুদ টালবাহানা করার এক পর্যায়ে মিঠু তাকে তাদের বাড়িয়ে নিয়ে আসে এবং তার স্বজনদের কাছে খবর দেয় টাকা দিয়ে তাকে (মওদুদকে) নিয়ে যাওয়ার জন্য। তিনি আরো জানান, দুপক্ষের লোকজন থানায় এসেছে বিষয়টি নিয়ে এখন বসা হবে।