সাতক্ষীরা

সাতক্ষীরা বুক হাউজ থেকে ৪৮০ পিচ সরকারি বই জব্দ

By daily satkhira

September 26, 2018

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা বুক হাউজ থেকে ৪৮০ পিচ ৬ষ্ঠ শ্রেণির সরকারি বিজ্ঞান বই জব্দ করা হয়েছে। মঙ্গলবার বিকালে শহরের মুনজিতপুর এলাকা সাতক্ষীরা বুক হাউজ থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল মোল্যা ও আমিনুর ইসলামের নেতৃত্বে এ বই জব্দ করা হয়। এসময় জেলা শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুন, সদর উপজেলা শিক্ষা অফিসার জাহিদুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সাতক্ষীরা বুক হাউজের মালিক জানান, শাহ আলম আমাদের আতœীয় হন। তিনি বলেন কিছু বই বেছে গেছে। ২ দিন একটু রাখো। ২দিন পর আমি কুমিল্লা পাঠিয়ে দেবো। বই বিক্রির উদ্দেশ্যে এখানে রাখা হয়নি। নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জানান, জেলা শিক্ষা অফিসে একজন ব্যক্তি অভিযোগ করেছেন সাতক্ষীরা বুক হাউজে সরকারি বই বিক্রয় হচ্ছে। জেলা অফিস আমাদের কে জানালে আমরা ঘটনাস্থলে যায়। সেখানে খোজখবর নিয়ে জানতে পারি কুমিল্লা এলাকার শাহ আলম সরকারি বই টেলিভারির টেন্ডার পেয়েছেন। জেলা বই বিতরণের পর কিছু বই বেচে ছিলো। সেগুলো তিনি লাইব্রেরিতে রেখেছেন। আমাদের কাছে তাকে অপরাধী মনে হয়নি। যে কারণে আমরা ওই বই গুলো জব্দ করে জেলা শিক্ষা অফিসারে জিম্মায় রেখেছি। এছাড়া শাহ আল বই গুলো কুরিয়ারে পাঠানোর রিসিভটি শিক্ষা অফিসারের কাছে জমা দিয়ে যাবেন। শাহ আলম জানান, আমি খুলনাসহ বিভিন্ন স্থানে বইগুলো ডেলিভারি করছি। সাতক্ষীরা ডেলিভারির পর কিছু বই বেশি থাকায় আমি এখানে রেখেছি। বইগুলো আগামীকাল কুরিয়ারে পাঠিয়ে দেবো।