তালা

তালা সদর ইউনিয়ন সিসিটির সভা

By daily satkhira

December 15, 2016

তালা প্রতিনিধি: বেসরকারি সংস্থা রূপান্তরের উদ্যোগে, সংস্থার সমন্বিত স্বাস্থ্য সহায়তা প্রকল্পের আওতায় পাচার শিকার হয়ে ফেরত আসা ভিকটিমদের স্বাস্থ্য সহায়তার জন্য তালা সদর ইউনিয়ন সিসিটি টিম এলাকায় কাজ করছে। দাতা সংস্থা অ্যানেসভাদ ও আইওএম এর সহযোগীতায়, তালা সদর ইউনিয়ন সিসিটির ত্রৈমাসিক সভা বুধবার সকালে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন, তালা সদর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন সিসিটির সভাপতি সরদার জাকির হোসেন । রূপান্তরের উপজেলা ম্যানেজার উৎপল চক্রবর্ত্তী’র পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন, সিসিটির সদস্য সাহিদা বেগম, ময়না বেগম, রেহেনা বেগম, সাংবাদি আব্দুল আলীম, মাওলানা তাওহিদুর রহমান, শিমুল গাজী, রোকেয়া খাতুন ও তাছলিমা বেগম প্রমুখ। সভায় পাচার শিকার ভিকটিমদের স্বাস্থ্য সহায়তা প্রদানের উপর আলোচনা অনুষ্ঠিত হয়।