সাতক্ষীরা

জেলা পরিষদকে একটি মডেল জেলা পরিষদে রুপান্তরিত করবো ….মুনসুর আহমেদ

By daily satkhira

December 15, 2016

প্রেস বিজ্ঞপ্তি:আসন্ন জেলা পরিষদ নির্বাচনে সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী সাবেক সফল জেলা পরিষদ প্রশাসক এম মুনসুর আহমেদ বৃহস্পতিবার দিনব্যাপী জেলার তালা উপজেলার খেশরা, খলিলনগর, তালা সদর, মাগুরা, জালালপুর, ইসলামকাটি, খলিশখালী, কুমিরাসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের সকল চেয়ারম্যান ও মেম্বরদের সাথে তার আনারস প্রতিক নিয়ে নির্বাচনী মতবিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক শেখ সাহীদ উদ্দীন, ফিরোজ কামাল শুভ্র, আলহাজ্ব শেখ নূরুল হক, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, আব্দুল হামিদ, কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাঈদ মেহেদী, তালা উপজেলা আ’লীগের সভাপতি নুরুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক আজিবর রহমান, সদর যুবলীগের সভাপতি শফিউদ্দীন, পৌর ৪নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক শেখ মোশফিকুর রহমান মিল্টন, সাবেক কেন্দ্রিয় ছাত্রলীগ নেতা জি এম অহিদ পারভেজ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কাজী আক্তার হোসেন, সাতক্ষীরা শহর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পদক শফিকুজ্জামান পারভেজ, প্রজন্মলীগের সাধারণ সম্পাদক মীর শাহীনসহ আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। মতবিনিময় কালে জেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সভাপতি এম মুনসুর আহমেদ বলেন, আমি নির্বাচিত হতে পারলে সাতক্ষীরা জেলা পরিষদকে একটি মডেল জেলা পরিষদে রুপান্তরিত করবো। পূর্বের ন্যায় জেলা পরিষদের সকল উন্নয়ন কর্মকান্ডের গতি অব্যহত রাখতে কাজ করে যাব। বর্তমান সরকার প্রতিটি ক্ষেত্রে উন্নয়ন করে যাচ্ছে আর আমি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রার্থী। এজন্য আমি জয়ী হলে সাতক্ষীরা জেলাকে উন্নয়নের শিখরে নিতে পারবো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে দলীয় মনোনয়ন দিয়েছে আমরা তাকেই একযোগে নির্বাচিত করতে জেলার সকল চেয়ারম্যান, মেম্বর ও কাউন্সিলরদের প্রতি অনুরোধ জানান।