শ্যামনগর ব্যুরো: ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযথ মর্যাদায় পালন উপলক্ষে শ্যামনগর এখন সাজ সাজ রব। গ্রহণ করা হয়েছে সরকারি নির্দেশনায় নানা কর্মসূচী। উপজেলা প্রশাসন সহ সর্ব স্তরের লোকজন দিবসটি পালনে প্রস্তুত। সরকারি বে-সরকারি প্রতিষ্ঠানে আলোক সজ্জা, নকিপুর হরিচরণ পাইলট হাইস্কুল মাঠ ও উপজেলা ক্যাম্পাসে প্যান্ডেল, স্টেজ, গেইট নির্মাণ, ব্যাপক নিরাপত্তা ও প্রচার প্রচারণা তুঙ্গে। উপজেলা প্রশাসন এর উদ্যোগে মাইকিং করে জাতীয় পতাকার সঠিক মাপ ও মর্যাদা সমুন্নত রাখতে আহবান করা হয়েছে। শ্যামনগরের ইউএনও আবু সায়েদ মোঃ মনজুর আলম উপজেলা সদরের ঐতিহ্যবাহী নকিপুর বাজারে পদব্রজে দোকানে দোকানে গিয়ে ব্যবসায়ীদের জাতীয় পতাকা সচক্ষে মাপ দেখেন এবং উহা উত্তোলন এর ক্ষেত্রে সুউচ্চে শক্ত দন্ডে ঁেবধে, জাতীয় পতাকা উড়তে বাধাগ্রস্ত না হওয়া সে দিকে দৃষ্টি রাখতে নির্দেশনা দেন। ইউএনও আবু সায়েদ মোঃ মনজুর আলম স্বাধীন দেশের নাগরিক হিসেবে জাতীয় পতাকা মর্যাদা রক্ষায় ও মহান বিজয় দিবস উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালনের ব্যবসায়ী সহ সকলের প্রতি আহবান জানান। এ ধরনের কর্মকান্ডে ব্যবসায়ী সমিতির সেক্রেটারী ফিরোজ হোসেন সহ ব্যবসায়ী নেতৃবৃন্দ ইউএনও কে সাধুবাদ জানিয়েছেন।