জাতীয়

চোর-বাটপারকে ভোট দিয়েন না- রাষ্ট্রপতি

By Daily Satkhira

September 27, 2018

দেশের খবর: ‘চোর-বাটপারকে ভোট দিয়েন না। যারা নিজেদের আখের গোছাতে এমপি, মন্ত্রী হয় তাদের ভোট দিয়েন না। যারা অন্যায়ের সঙ্গে আপস করেন না, যারা যোগ্য ও সৎ আগামী নির্বাচনে তাদের ভোট দিন।’

এসময় তিনি বলেন, যে দলকে ভোট দিলে দেশের উন্নতি হবে, সেই দলকে ভোট দিয়ে নির্বাচিত করুন।

বুধবার (২৬ সেপ্টেম্বর) বিকালে নিজ এলাকা কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা সদরে মুক্তিযোদ্ধা আবদুল হক সরকারি কলেজ মাঠে আয়োজিত গণসংবর্ধনায় দেয়া বক্তব্যে এসব কথা বলেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এর আগে মিঠামইন মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৩৩ শয্যা থেকে ৫১ শয্যায় উন্নীতকরণসহ মোট ছয়টি প্রকল্পকাজের উদ্বোধন করেন।

পাঁচ দিনের সরকারি সফরের তৃতীয় দিন তিনি এ নাগরিক সংবর্ধনায় যোগ দেন। রাষ্ট্রপতি গত সোমবার পাঁচ দিনের সরকারি সফরে কিশোরগঞ্জ এসে প্রথম দিন তার নিজ এলাকার হাওর উপজেলা অষ্টগ্রামে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং নাগরিক সংবর্ধনা ও মতবিনিময় সভায় যোগ দিয়ে স্থানীয় জেলা পরিষদ ডাকবাংলোয় রাত্রিযাপন করেন।

মিঠামইন উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মো. আবদুস সাহীদ ভূঁইয়ার সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের এমপি রাষ্ট্রপতির ছেলে রেজওয়ান আহমেদ তৌফিক, কিশোরগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান, কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ আফজল প্রমুখ।