আন্তর্জাতিক

এই প্রথম সুপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া

By daily satkhira

September 27, 2018

বিদেশের খবর: জাহাজ-বিধ্বংসী পি-৮০০ অনিক্স সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে রাশিয়া। রুশ নৌবাহিনীর বরাতে এ তথ্য জানা গেছে। রুশ নৌবাহিনী জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি ঘণ্টায় ৩ হাজার ১৮০ কিলোমিটারের চেয়ে বেশি গতিতে ছুঁটতে পারে এবং ৩০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। রুশ নৌবাহিনী এ সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ করেছে। ওই ভিডিওতে দেখা গেছে, আর্কটিকের কোটেনলি দ্বীপের একটি উপকূল থেকে ভ্রাম্যমান ব্যবস্থার মাধ্যমে পি-৮০০ অনিক্স সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হচ্ছে। ক্ষেপণাস্ত্র ছোঁড়ার পর সেটি ল্যাপটেভ সাগরে থাকা কৃত্রিম শত্রুর কয়েকটি জাহাজের দিকে ছুঁটে যায়। সূত্র: এনবিসি নিউজ