খেলা

বাংলাদেশের প্রশংসায় শেবাগ, সঞ্জয়, কাইফ

By daily satkhira

September 27, 2018

অনলাইন ডেস্ক: এশিয়াকাপে প্রথমবারের মত পাকিস্তানকে হারিয়ে তৃতীয়বারের মত এশিয়া কাপের ফাইনালে উঠল বাংলাদেশ। টাইগারদের এমন দাপুটে জয়ে তাদের প্রশংসায় ভাসালো সাবেক খ্যাতনামা ক্রিকেটাররা। গতকাল (বুধবার) বাংলাদেশ পাকিস্তানের ম্যাচের আগ পর্যন্ত ক্রিকেট বোদ্ধারা ধরেই নিয়েছিলেন এবারের ফাইনাল খেলছেন ভারত পাকিস্তান। কিন্তু বাংলাদেশের এমন জয়ে সুর পাল্টালেন তারা। টাইগারদের প্রশংসায় ভাসিয়ে সঞ্জয় মাঞ্জরেকার বলেন, বাংলাদেশের এখন অনেক কোয়ালিটি সম্পন্ন বোলার আছে। মেহেদী হাসান, রুবেল অনেক ভাল বল করেছে। কঠিন সময়ে মোস্তাফিজুর রহমান দুইটি উইকেট নিয়েছে। তামিম, সাকিব না থেকেও তারা অনেক ভাল খেলেছে। অন্যদিকে মাশরাফির কথা না বললেই হয় না। বাংলাদেশকে কৃতিত্ব দিতেই হয়। অন্যদিকে বাংলাদেশের ক্রিকেট নিয়ে যিনি অনেক সমালোচনা করতেন সেই বীরেন্দ্র শেবাগ ও করেছেন প্রশংসা। তিনি বলেন, ‘বাংলাদেশ জিতেছে পাঁচ ‘ম’- মুশফিক, মিঠুন, মুস্তাফিজ, মাহমুদউল্লাহ আর মেহেদীর দুর্দান্ত পারফরম্যান্সে। তাদের অভিনন্দন। ক্রিকেটে এখন আন্ডারডগ বলে কিছু নেই। ক্রিকেটপ্রেমীরা যেটি চায়, সেটিই যে হবে এমন কোনো কথা নেই। অনেকেই তো এশিয়া কাপের ফাইনালটা ভারত ও পাকিস্তানের মধ্যে হোক– এটা চেয়েছিলেন। কিন্তু বাংলাদেশ নিজেদের দিনে এক অর্থে দুর্দান্তই।’ ভারতের আরেক সাবেক ক্রিকেটার মোহাম্মদ কাইফ বলেন, দলগত ভাবে দারুণ খেলেছে বাংলাদেশ। নিজের যোগ্যতায় গেছে ফাইনালে, জিততেই হবে এমন দুটি ম্যাচেও তারা মানসিক দৃঢ়তার পরিচয় দিয়েছে।