বিনোদন

বাংলাদেশ-ভারতের ফাইনালের সঙ্গে ১২ ব্যান্ডের কনসার্ট

By daily satkhira

September 27, 2018

বিনোদনের খবর: এশিয়া কাপের ফাইনালে কাল শুক্রবার বিকেলে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। সেই খেলা সরাসরি সম্প্রচার করবে মাছরাঙা টেলিভিশন। ঢাকার আর্মি স্টেডিয়ামে হতে যাওয়া ‘কনসার্ট ফর অটিজম অ্যাওয়ারনেস’- এ অংশ নেয়া দর্শকরা মাঠে বসেই সেই খেলা উপভোগের সুযোগ পাবেন। আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য কনসার্টে বাংলাদেশ ও ভারতের মধ্যকার ফাইনাল ম্যাচটি মাছরাঙ্গা টেলিভিশনের সৌজন্যে বড় পর্দায় সরাসরি দেখানো হবে। এর ফলে দর্শকরা বহুল প্রত্যাশিত ম্যাচটি উপভোগ করতে পারবেন গানের তালে তালে আর্মি স্টেডিয়ামে গাইবে দেশের জনপ্রিয় ১২টি ব্যান্ড। কনসার্টটি যৌথভাবে আয়োজন করছে পিএফডিএ-ভোকেশনাল ট্রেনিং সেন্টার (পিএফডিএ-ভিটিসি), বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশন (বামবা), সমাজকল্যাণ মন্ত্রণালয় ও স্ক্যাইট্র্যাকার লিমিটেড। বামবার প্রধান ও মাইলস ব্যান্ডের দলনেতা হামিন আহমেদ এ প্রসঙ্গে বলেন, ‘বাংলাদেশ-ভারতের মধ্যকার ফাইনাল ম্যাচের দিকে দেশের প্রতিটি মানুষের চোখ থাকবে। আবার একই দিনে প্রায় কাছাকাছি সময়ে আর্মি স্টেডিয়ামে অটিজম অ্যাওয়ারনেস নিয়ে যে আয়োজনটি করছি সেটিও সবার জন্য দরকারি একটি বিষয়। সে ভাবনা থেকেই আমরা চেষ্টা করছি গান আর খেলা-দুটো বিষয় একসঙ্গে রাখতে। যাতে করে কনসার্টে এসে কেউ খেলাটাকে মিস না করেন।’ আর্মি স্টেডিয়ামের কনসার্ট শুরু হবে এদিন বেলা ৩টায়। চলবে রাত অবধি। এতে পরিবেশনায় অংশ নেবে মাইলস, ওয়ারফেজ, সোলস, দলছুট, ফিডব্যাক, শিরোনামহীন, মাকসুদ ও ঢাকা, পাওয়ারসার্জ, নেমেসিস, ভাইকিংস, আর্বোভাইরাস ও দৃক। কনসার্টের আয়োজকরা জানায়, অনলাইনসহ নির্ধারিত বিভিন্ন স্টোরে টিকিট কেনাবেচা চলছে। এর দাম ধরা হয়েছে ২০০ টাকা এবং পাওয়া যাবে নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়, স্বপ্ন আউটলেটগুলোতে এবং অনলাইনে টিকেট পাওয়া যাবে বাগডুম ডট কম-এ। শুক্রবার দুপুর ১২টা থেকে ব্যান্ডপ্রেমীরা আর্মি স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন।