অনলাইন ডেস্ক: দিনের মধ্যে অন্তত একবেলা ভাত না হলে বাঙালির খাবার তালিকা অপূর্ণ থেকে যায় যেন। আর ভাত রান্না করলে ভাতের মাড় তো পাওয়া যাবেই। এই মাড় আমরা ফেলেই দেই। কখনো কখনো হয়তো কাপড়ে ব্যবহার করা হয়। কিন্তু ভাতের মাড়ের রয়েছে আরও অনেক গুণ। একটি জাতীয় হেলথ ওয়েবসাইট থেকে জানা গিয়েছে, রূপচর্চার ক্ষেত্রেও ভাতের মাড়ের জুড়ি মেলা ভার। জেনে নিন ভাতের মাড় ব্যবহার করলে রূপচর্চায় কী কী উপকার পাবেন-
* মশ্চেরাইজার হিসেবে ভালো কাজ করে ভাতের মাড়। ত্বককে হাইড্রেটেড রাখে। তাই রূপচর্চায় রাখতে পারেন ভাতের মাড়। তবে ব্যবহারের আগে অবশ্যই ঠান্ডা করে নেবেন। * ভাতের মাড় দিয়ে ধুলে ত্বক পরিষ্কার হয়। অল্প পরিমাণ ভাতের মাড় নিয়ে সারা মুখে ম্যাসাজ করুন। মিনিট দশেক রেখে ধুয়ে ফেলুন। দেখবেন, কেমন চনমনে লাগছে! * ভাতের মাড় ব্যবহারে ত্বকের কালচে ভাব দূর হয়। তাই ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে চাইলে ব্যবহার করুন ভাতের মাড়। এটি ব্যবহারে ত্বক নরমও হয়। * ভাতের মাড় ব্যবহার করলে আমাদের ত্বকের বলিরেখা ও ডার্ক সার্কেল দূর হয়। এমনকি ব্রণও দূর হয়।