খেলা

ফাইনালে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

By daily satkhira

September 28, 2018

খেলার খবর: ১৪তম এশিয়া কাপের ফাইনাল ম্যাচে শক্তিশালী ভারতের বিপক্ষে মাঠ নামবে বাংলাদেশ। এজন্য দল নির্বাচন নিয়ে চলছে চূড়ান্ত কাটাছেঁড়া। প্রতি ম্যাচেই ওপেনিং ব্যাটসম্যানদের ব্যর্থতায় বারবার মুখ থুবড়ে পড়ছে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। এর ফলে মুশফিক, নয় মাহমুদউল্লাহকে এসে দলের হাল ধরতে হচ্ছে। ওপেনিংয়ে নতুনরা বারবার ব্যর্থ হচ্ছেন। এ কারণে সিনিয়র মুমিনুলকে দুই ম্যাচে সুযোগ দেওয়া হলেও আস্থার প্রতিদান দিতে পারেননি তিনি। অপরদিকে পাকিস্তানের বিপক্ষে সৌম্য সরকারকে ওপেনিংয়ে নামানো হলে তিনিও ব্যর্থ হন। তাই শিরোপা নির্ধারণী ম্যাচে এই দুই মুখের যেকোনো একজনকে বাদ পড়তে হতে পারে। সেক্ষেত্রে মুমিনুলের বাদ পড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি বলে দলীয় সূত্রে জানা গেছে। কারণ সৌম্যকে দিয়ে বল করাতে পারে বাংলাদেশ।

সূত্রে আরো জানা গেছে, একজন বোলার বেশি নিয়ে মাঠে নামতে পারে টাইগাররা। সেক্ষেত্রে মুমিনুলের স্থলাভিষিক্ত হতে পারেন আরিফুল হক। কারণ তিনি ব্যাট চালানোর পাশাপাশি বোলারও।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ ১. সৌম্য সরকার ২. লিটন কুমার দাস ৩. ইমরুল কায়েস ৪. মুমিনুল হক/আরিফুল হক ৫. মুশফিকুর রহিম ৬. মোহাম্মদ মিঠুন ৭. মাহমুদুল্লাহ রিয়াদ ৮. মেহেদি হাসান মিরাজ ৯. মাশরাফি বিন মর্তুজা ১০. মুস্তাফিজুর রহমান ১১. রুবেল হোসেন

উল্লেখ্য, বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৫টায় দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।