দেবহাটা

দেবহাটায় প্রতিবন্ধীতা সনাক্তকরন ও প্রতিরোধ বিষয়ক কর্মশালা

By daily satkhira

August 30, 2016

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় প্রতিবন্ধীতা সনাক্তকরন ও প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় ডিআরআরএ’র আয়োজনে প্রতিবন্ধী ব্যক্তিদের একীভূত স্বাস্থ্য ও পুনর্বাসন সেবা সম্প্রসারণ প্রকল্পের আওতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৬টি কমিউনিটি ক্লিনিকের সভাপতিদের নিয়ে প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শেখ শাহ্জাহান আলীর সভাপতিত্বে প্রশিক্ষনের শুরুতে প্রকল্পের কর্মকান্ড সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন পিআইএইচআরএস প্রকল্পের জেলা ম্যানেজার আবুল হোসেন । প্রশিক্ষনের ট্রেইনার হিসাবে উপস্থিত ছিলেন প্রকল্পের অকুপেশনাল থেরাপিষ্ট এবং কো-ফেসিলেটর আজিজুর রহমান (স্বাস্থ্য পরিদর্শক) এবং আব্দুল্লাহ গাজী (সহকারী স্বাস্থ্য পরিদর্শক)। এছাড়া প্রশিক্ষণে প্রতিবন্ধীতার উপর বিস্তারিত ধারনা প্রদান করা এবং সকল প্রতিবন্ধী ব্যক্তিদের একীভূত স্বাস্থ্য ও পূর্নবাসন সেবার আওতায় নিয়ে আসার জন্য সকল ধরনের তথ্য প্রদান করা হয়।