নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে শিশু-কিশোরদের সাথে নিয়ে কেক কেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করা হয়েছে। শুক্রবার সকালে সাতক্ষীরা প্রেস ক্লাবের হলরুমে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে প্রধামন্ত্রী শেখ হাসিনার ৭২ তম জন্মদিবস উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আলোচনা সভার পর শিশু-কিশোরদের সাথে নিয়ে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে কেক কাটেন অতিথিবৃন্দ। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন সাবেক সাংসদ ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী শেখ মুজিবুর রহমান, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ, সাতক্ষীরা সিটি কলেজের সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা সুভাষ সরকার, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সভাপতি মো. আবু সায়ীদ প্রমুখ। মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক আবু রায়হান তীতুর সভাপতিত্বে ও সদস্য সচিব লাইলা পারভীন সেঁজুতির সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর কৃষক লীগের আহবায়ক সামছুজ্জামান জুয়েল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ওয়াহেদুজ্জামান টিটু, সাতক্ষীরা জেলা ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক আসিফ শাহবাজ খান, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, সাতক্ষীরা সদর উপজেলা শাখার আহবায়ক রিয়াজুল ইসলাম, তালা উপজেলার আহবায়ক জাহিদুর রহমান প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা শেখ হাসিনার কর্মময় জীবনের কথা তুলে ধরেন এবং তার নেতৃত্বে বাংলাদেশের বিস্ময়কর অগ্রগতির চিত্র শিশু-কিশোরদের সামনে উপস্থাপন করেন। বক্তারা শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারও তাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করার প্রত্যয় ব্যক্ত করেন।