খেলা

মুশফিকের বিদায়ে চাপে বাংলাদেশ

By daily satkhira

September 28, 2018

খেলার খবর: মেহেদি-ইমরুলের পর এবার সাজঘরে ফিরলেন মুশফিকুর রহিম। দ্রুত বাংলাদেশের তিন উইকেট তুলে নিয়ে প্রথমবারের মতো খেলায় ফিরেছে ভারত। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২২৭ ওভারে ১৩৮ রান। এর আগে, দুবাইয়ে এশিয়া কাপের ফাইনালে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান রোহিত শর্মা। কিন্তু তার সিদ্ধান্তকে ভুল প্রমাণ করেন লিটন-মিরাজ। ব্যাট করতে নেমে রীতিমতো ঝড় তুলেন টাইগার ওপেনার লিটন। মাত্র ৩৩ বলে ক্যারিয়ারের প্রথম অর্ধশত তুলে নিয়ে শতকের দিকে হাঁটছেন তিনি। তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন চমকে দিয়ে ওপেনিংয়ে নামা আরেক ব্যাটসম্যান মেহেদি হাসান মিরাজ। এদিন এশিয়া কাপে আগের ম্যাচগুলোতে নিয়মিত ওপেনারদের টানা ব্যর্থতায় ফাইনালে উদ্বোধনী জুটিতে লিটন দাসের সঙ্গে মেহেদি হাসান মিরাজকে পাঠিয়ে চমক দেখান টাইগার দলপতি মাশরাফি। আর এই চমকে কিছুটা ভড়কে গেছে ভারতীয় বোলাররা। নতুন জুটির জন্য নতুন পরিকল্পনা সাজাতে হয় তাদের। তবে লিটন-মিরাজ জুটি শুরু থেকেই বেশ স্বাচ্ছন্দে খেলেছেন ভারতীয় বোলারদের। তবে দলীয় ১২০ রানে মিরাজ আউট হলে ভাঙে তাদের দুর্দান্ত জুটি। এরপর দলীয় ১২৮ রানে সাজঘরে ফিরেন ইমরুল কায়েস। মাত্র ২ রান করে চাহালের বলে এলবিডব্লিউ হয়ে প্যাভিলিয়নে ফিরেছেন তিনি। বাংলাদেশের একাদশ: সৌম্য সরকার, লিটন কুমার দাস, ইমরুল কায়েস,মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, মাশরাফি বিন মর্তুজা, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, নাজমুল ইসলাম।

ভারত একাদশ: রোহিত শর্মা, শিখর ধাওয়ান, আম্বাতি রাইডু, দিনেশ কার্তিক, মহেন্দ্র সিং ধোনি, কেদার জাদব, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, কুলদ্বীপ যাদব, যুজবেন্দ্র চাহাল ও জাসপ্রিত বুমরাহ।