সাতক্ষীরা

কাউন্সিলর সেলিমের হস্তক্ষেপে বড় পর্দায় খেলাদেখা বন্ধ হল কাটিয়ার যুবকদের !

By daily satkhira

September 28, 2018

 

নিজস্ব প্রতিবেদক : এক নাম্বার ওয়ার্ডের কাউন্সিলর আব্দুস সেলিমের হস্তক্ষেপ বন্ধ হল যুবকদের বড় পর্দায় খেলাদেখা। মাদকমুক্ত সমাজ গড়তে যেখানে সচেতন মহল যুবকদের খেলাধুলার প্রতি আকৃষ্ট করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন সেখানে মিথ্যা ও ভুল তথ্য দিয়ে যুবকদের বাংলাদেশ-ভারত ফাইনাল খেলা দেখা বন্ধ করলেন পৌর কাউন্সিলর সেলিম। এঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। স্থানীয়রা যুবকরা জানান, শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে এশিয়া কাপ ফাইনাল খেলা বাংলাদেশ-ভারতের মধ্যে অনুষ্ঠিত হবে। এউপলক্ষ্যে কাটিয়া আমতলা মোড়ে “মাদককে না বলুন, খেলা কে হ্যাঁ বলুন শ্লোগান” নিয়ে স্থানীয় যুবকরা বড় পর্দায় খেলা দেখার জন্য নিজেদের প্রচেষ্টায় প্রজেক্টর ভাড়া করে সকল প্রস্তুতি সম্পন্ন করেন। কিন্তু স্থানীয় ১নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সেলিম ঈর্ষান্বিত হয়ে পুলিশের কাছে মিথ্যা অভিযোগ করে বলেছেন এখানে প্রজেক্টরে খেলা দেখতে দিলে যুবকরা মারামারি করে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে পারে। এখানে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হলে বড় পর্দায় খেলা দেখা বন্ধ করতে হবে। পুলিশ তার অভিযোগের ভিত্তিতে তাদের খেলাদেখা বন্ধ করে দিয়েছে। অথচ তারা অনেক আশা নিয়ে এ আয়োজন করেছিলো। তাদের আশাভঙ্গ হওয়ায় যুবকরাসহ স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এছাড়া পূর্ব নির্দ্ধারিত সময়ে খেলা দেখতে না পেরে হতাশা প্রকাশ করেছেন এবং স্থানীয় কাউন্সিলর ভৎসনা করেছেন। এবিষয়ে স্থানীয় কাউন্সিলর আব্দুস সেলিম বলেন, আমি তো বাড়ি বসে খেলা দেখছি। এখন পরিবেশ ভালো না। ওইসব স্থানেই তো জটলা সৃষ্টি হয়। যাতে জটলা বা কোন বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সে জন্য এটি করা হয়েছে। যুবকদের আশাভঙ্গের বিষয়ে তিনি বলেন, ক্লাবে তো টিভি রয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, স্থানীয় কাউন্সিলর অভিযোগ করেছে। সেখানে তারা বিশৃঙ্খলা করতে পারে। সে কারণে বন্ধ করা হয়েছে। আপনারা স্থানীয় কাউন্সিলরের সাথে কথা বলেন।