শিক্ষা

এই দেশে কোচিং বাণিজ্য চলবে না-শিক্ষামন্ত্রী

By Daily Satkhira

December 18, 2016

ন্যাশনাল ডেস্ক: বাংলাদেশে কোনো কোচিং-বাণিজ্য চলবে না বলে হুঁশিয়ার করে দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এ বিষয়ে শব্দের কোনো অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্তি তৈরি না করতে সংবাদকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। শনিবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে মাদ্রাসা শিক্ষা বোর্ডের ‘ইন্টারঅ্যাকটিভ ডিজিটাল মাদ্রাসা টেক্সট বুক’-এর উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘আমি পরিষ্কার বলে দিচ্ছি যে, এই দেশে কোচিং-বাণিজ্য চলবে না। এই দেশে গাইড বই, নোট বই চলবে না। এই দেশে আমাদের ছেলেমেয়েদেরকে প্রতারণা করে অর্থ লাভ করবার জন্য কেউ কোনো ধরনের পদ্ধতি অনুসরণ করে এগিয়ে যেতে পারবেন না। এটাই আইনে আসবে।’ মন্ত্রী বলেন, মাদ্রাসা জঙ্গিবাদের আস্তানা নয়। নতুন প্রজন্মকে আধুনিক বাংলাদেশের নির্মাতা হিসেবে গড়ে তোলার দায়িত্ব শিক্ষক-অভিভাবক সবার।