সাতক্ষীরা

কুশখালীতে আন্ত:কেন্দ্র ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

By daily satkhira

September 28, 2018

জি.এম আবুল হোসাইন : ক্রীড়ায় শান্তির সমাবেশ, উন্নয়নের বাংলাদেশ শ্লোগানে সাতক্ষীরা সদর উপজেলার কুশখালীতে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবারে কুশখালী ইউনিয়নের ভাদড়ায় পলাশ শিশু ক্লাবের উদ্যোগে ব্রেকিং দ্য সাইলেন্স’র আয়োজনে ও সেভ দ্য চিলড্রেন’র সহযোগীতায় উক্ত প্রতিযোগিতার আয়োজন করা হয়। পলাশ শিশু ক্লাবের অভিভাবক দলের সভাপতি ক্কারী মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত খেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন, কুশখালী ইউনিয়নের সমাজ ভিত্তিক শিশু সুরক্ষা কমিটির সভাপতি মোছা. মনজুরা খানম (ইতি)। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পলাশ অভিভাবক দলের সদস্য ও ইউনিয়ন আ’লীগের সভাপতি মো. রকিব উদ্দীন বাবলু, ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. খায়রুল বাশার, সহ-সভাপতি রাজিবুল আলম সোহেল, কেন্দ্র ব্যবস্থাপনা কমিটির সদস্য মোছা. হেনা খাতুন, পলাশ শিশু কেন্দ্রের মো. হাবিবুর রহমান, শারমিন আরা পারভিন, শিরিনা খাতুন প্রমুখ। প্রতিযোগিতায় ১০টি স্থানীয় জনপ্রিয় খেলায় শিশুদের অংশগ্রহণ ছিল স্বতঃস্ফূর্ত। মোট ৩০জন বিজয়ী শিশুদের পুরস্কৃত করা হয়।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্রেকিং দ্য সাইলেন্স’র জিসিসি প্রকল্পের কমিউনিটি মোবিলাইজার মো. আবুল হোসেন।