স্বাস্থ্য

কনজাংটিভাইটিস বা চোখ উঠলে করণীয়

By daily satkhira

September 29, 2018

স্বাস্থ্য কণিকা: কনজাংটিভাইটিস বা চোখ উঠা একটি পরিচিত চোখের সমস্যা। নারী-পুরুষ নির্বিশেষে যে কোনো বয়সের মানুষ এই রোগটিতে আক্রান্ত হতে পারেন। সারা বছর আক্রান্ত হওয়ার সুযোগ থাকলেও গরমে চোখ উঠার প্রাদুর্ভাব বেড়ে যায়। সংক্রামক হওয়ায় পরিবারের একজন সদস্য আক্রান্ত হলে অন্য সদস্যদেরও আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। তাই সাবধানতা অবলম্বন করা জরুরি।

আমাদের চোখের সাদা অংশটুকু একটা পাতলা পর্দা দিয়ে আবৃত থাকে- যার নাম কনজাংটিভা। এই কনজাংটিভায় যখন বিভিন্ন কারণে সংক্রমণ হয় তখন সূক্ষ্ম রক্তনালীগুলো লালচে হয়ে উঠে এবং চোখ লাল দেখায়। এছাড়া চোখ দিয়ে পানি পড়া, চুলকানি, হলদেটে নিঃসরণ কিংবা আলোক সংবেদনশীলতা ইত্যাদি উপসর্গ দেখা যায়। বিভিন্ন কারণে এই কনজাংটিভাইটিস হতে পারে।

যেমন: ব্যাকটেরিয়া, ভাইরাল ও ফাঙ্গাল ইনফেকশন, রাসায়নিক পদার্থের সংস্পর্শ ইত্যাদি। কনজাংটিভাইটিস একটি অস্বস্তিকর সমস্যা। এই সময় চোখে কন্টাক্ট লেন্স বা কোনো ধরনের কসমেটিকস ব্যবহার করা উচিত নয়। তাছাড়া আলোক সংবেদনশীলতার জন্য সানগ্লাস পড়া আরামদায়ক। তবে এটি খুব সংক্রামক হওয়ায় চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নেয়া উচিত।