আন্তর্জাতিক

গাজায় ইসরাইলি সেনাদের গুলিতে শিশুসহ নিহত ৬ ফিলিস্তিনি

By daily satkhira

September 29, 2018

বিদেশের খবর: অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি সেনাদের গুলিতে ৬ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছেন আরো ৫০৬ জন। গতকাল শুক্রবার ‘গ্রেট মার্চ অফ রিটার্ন’-এর অংশ হিসেবে ইসরাইল সংলগ্ন সীমান্তে বিক্ষোভে নামে ফিলিস্তিনি শরণার্থীরা। টানা ২৭ সপ্তাহ ধরে প্রতি শুক্রবার সীমান্ত অঞ্চলে বিক্ষোভ করে আসছে তারা। ১৯৪৮ সালে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইল প্রতিষ্ঠার সময় সেখান থেকে লাখ লাখ ফিলিস্তিনিদের বিতাড়িত করে দেওয়া হয়। শরণার্থী এই বছরের মে মাস থেকে নিজের পিতৃপুরুষের ভূমিতে ফিরে যাওয়ার অধিকারের দাবি জানিয়ে বিক্ষোভ করে আসছে সেসব শরণার্থীর বংশধররা। ৩০ মে থেকে প্রতি শুক্রবার এই বিক্ষোভ অব্যাহত রেখেছে তারা। এখন পর্যন্ত বিক্ষোভে নিহত হয়েছে অন্তত ১৮০ ফিলিস্তিনি। আহত হয়েছে ১৮ হাজারের বেশি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গতকাল শুক্রবারের বিক্ষোভে ইসরাইলী বাহিনীর গুলিতে নিহতদের মধ্যে দুই বালক রয়েছে। ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, হামাস নিয়ন্ত্রিত এলাকা থেকে রকেট হামলা চালানোর পর তারা গুলি চালায় এবং বিমান থেকে হামলা করে। -আল জাজিরা