স্বাস্থ্য

অস্টিওআরথ্রাইটিসে কখন পিআরপি চিকিৎসা নিতে হবে?

By daily satkhira

December 18, 2016

স্বাস্থ্য ডেস্ক: অস্টিওআরথ্রাইটিস বা হাঁটুর সব ধরনের সমস্যাতেই পিআরপি চিকিৎসা করতে হয়? বা কোন ধরনের উপসর্গ হলে এই চিকিৎসা নেবে?  স্বাস্থ্য  অনুষ্ঠানের এ বিষয়ে কথা বলেছেন ডা. এ কে এম মহিউদ্দীন। বর্তমানে তিনি সিওর সেল মেডিকেলের অর্থোপেডিকস বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত।প্রশ্ন : কোন ধরনের উপসর্গ দেখলে বোঝা যাবে এখন পিআরপি চিকিৎসার দরকার আছে? উত্তর : আমাদের দেশে প্রায় এক কোটি রোগী হাঁটুর সমস্যা অস্টিওআরথ্রাইটিসে ভোগে। এর জন্য কেউ ব্যথার ওষুধ খান। কেউ বা ফিজিওথেরাপি নেন। কিন্তু আমরা বলব আপনার হাঁটুতে যদি কোনো ব্যথা থাকে, প্রাথমিক অবস্থায় যদি আসেন, এর চিকিৎসা পিআরপির মাধ্যমে করতে পারব। হাঁটুতে প্রতি পাঁচ শতাংশ করে আপনার ক্ষয় বাড়ে। বর্তমানে একটি গবেষণায় দেখা গেছে, প্রতি পাঁচ ভাগ হারের যে ক্ষয় বাড়ে, সেটা একমাত্র পিআরপির ওপর নির্ভর করতে পারে। রোগী যদি প্রথম দিকে আসে এই ক্ষয়টি আমরা রোধ করতে পারব। পাশাপাশি বর্তমান যে ব্যথা হাঁটুর ফুলে যাওয়ার সমস্যা, এরও চিকিৎসা করা যাবে।