রাজনীতি

তথ্য গোপন করে নজরুল ইসলামের বিরুদ্ধে রিট করায় মুনসুর আহমেদকে হাইকোর্টের ১০হাজার টাকা জরিমানা

By Daily Satkhira

December 18, 2016

নিজস্ব প্রতিবেদক: তথ্য গোপন করে প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে উচ্চ আদালতে রিট করায় সাতক্ষীরার জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মুনসুর আহমেদকে ১০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এ বিষয়ে করা রিট খারিজ করে ১৫ ডিসেম্বর বিচারপতি এম মোয়াজ্জাম হোসেন এবং বিচারপতি মো. বদরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।

প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. নজরুল ইসলামকে ঋণখেলাপি দাবি করে হাইকোর্টে এ রিট করেন মনসুর। নজরুলের ঋণখেলাপের বিষয়ে হাইকোর্টের অন্য একটি বেঞ্চে স্থগিতাদেশ ও রুল জারি ছিল। সেই বিষয়টি গোপন করে নজরুলের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন মনসুর। এ কারণে তাকে ক্ষতিপূরণের নির্দেশ দেয় হাইকোর্ট।gggg

আদেশের এ বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন মোটরসাইকেল প্রতীকের প্রার্থী নজরুলের আইনজীবী মো. আবদুল মান্নান ভূঁইয়া। মুনসুরের পক্ষে শুনানি করেন আইনজীবী প্রবীর হালদার।