সাতক্ষীরা

পুলিশের মারপিট, শ্রমিক আটক, ২ঘন্টা যান চলাচল বন্ধ থাকার পর যান চলাচল শুরু

By daily satkhira

December 18, 2016

নিজস্ব প্রতিবেদক: ফিলিং স্টেশন থেকে জ্বালানি তেল নেওয়ার ঘটনায় পুলিশের মারপিট ও একজন শ্রমিককে আটক করার প্রতিবাদে সাতক্ষীরায় রোববার সকালে দুই ঘন্টা বাস চলাচল বন্ধ হয়ে যায়। পরিবহন শ্রমিকরা রাস্তায় ব্যারিকেড দেওয়ায় অন্য কোনো যানবাহনও চলাচল করতে পারেনি। পরে পুলিশ আটক শ্রমিককে ছেড়ে দিলে শ্রমিকরা ব্যারিকেড তুলে নেয়। সাতক্ষীরা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহিদ হোসেন জানান,  সকালে বাস  শ্রমিক শাহজাহান স্থানীয় ফিলিং স্টেশন থেকে জ্বালানি তেল নিচ্ছিলেন। এ সময় মোটর সাইকেলে জ্বালানি নিতে আসা সাদা পোশাকধারী এক পুলিশ সদস্যের সাথে তার বচসা হয়। ওই পুলিশ সদস্য তাকে দেখে নেওয়ার হুমকি দেন। তিনি জানান কিছুক্ষন পর একদল পুলিশ বাস টার্মিনালে এসে শ্রমিক শাহজাহানকে মারধর করে তুলে নিয়ে যায়। পরে তাকে সাতক্ষীরা থানায় আটক রাখা হয়। এ ঘটনার  প্রতিবাদে সাধারণ শ্রমিকরা মাঠে নামে। তারা শাহজাহানকে মুক্তি না দেওয়া পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ রাখার ঘোষণা দেন। এদিকে, পুলিশ ও শ্রমিকদের মাঝে চরম উত্তেজনার এক পর্যায়ে সদর থানার ওসি ফিরোজ হোসেন মোল্লা শ্রমিক শাহজাহানকে ছেড়ে দেওয়ার ঘোষনা দেন। এরপরই শ্রমিকরা তাদের ব্যারিকেড তুলে নেয়।