জাতীয়

জার্মানিতে প্রতি সপ্তাহে উড়ে বাংলাদেশের পতাকা

By daily satkhira

September 30, 2018

অনলাইন ডেস্ক: প্রবাসী বাঙালিরা বিদেশে বাংলাদেশের গৌরব, ইতিহাস ও ঐতিহ্য নানাভাবে তুলে ধরেন। বহন করেন বাংলাদেশের গৌরবোজ্জ্বল পতাকা। জার্মানিতে এমনই একজন প্রবাসী ব্যবসায়ী নুরুল ইসলাম খান বকুল। তিনি ফ্রাঙ্কফুটে নিজের নামানুসারে গড়ে তুলেছেন একটি গার্মেন্টস শিল্পের বিক্রয় প্রতিষ্ঠান। যার মাধ্যমে তিনি সারা জার্মানিতে ছড়িয়ে দিচ্ছেন বাংলাদেশের পোশাক। বকুল ১৯৯০ সাল থেকে অদ্যাবধি জার্মানির শহরগুলোতে বিভিন্ন শিল্পমেলায় প্রতি সপ্তাহে তুলে ধরছেন বাংলাদেশের লাল সবুজ পতাকা। ফলে ২৮ বছর যাবৎ বকুল এখন জার্মানিতে বাংলাদেশের প্রতীক। নুরুল ইসলাম খান বকুল জানান, বাংলাদেশের শার্ট, টি-শার্ট, শাল ও অন্যান্য পোশাক গুণগত মান ও স্বল্প মূল্যের কারণে ইউরোপে বাজারে এই পণ্যের প্রচুর চাহিদা। আমি শুধু ব্যবসায়িক কারণে নয়, বাংলাদেশের সুনাম অর্জনের জন্যও এই পেশার সঙ্গে যুক্ত। উল্লেখ্য, জনাব বকুল দেশে থাকাকালীন সময়ে ব্যাংকার ছিলেন এবং লেখালেখির সঙ্গে যুক্ত ছিলেন। আশির দশকে সম্পাদনা করতেন ‘চারণ’ নামে একটি ম্যাগাজিন। তিনি এখনও ফ্রাঙ্কফুটের বইমেলায় বাংলাদেশের অংশগ্রহণের সময় নানাভাবে সাহায্য ও সহযোগিতা করেন।