জাতীয়

সমাবেশে যে ৭ দফা দাবি জানাল বিএনপি

By daily satkhira

September 30, 2018

দেশের খবর: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির পূর্বনির্ধাতি জনসভার কার্যক্রম শুরু হয়। রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুর ২টায় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে জনসভার অনুষ্ঠানিকতা শুরু হয়। ২২টি শর্তে পুলিশের অনুমতি পাওয়ার পর বিএনপি এ সমাবেশ করছে। এর আগে পুলিশের অনুমতি না পাওয়ায় দুই দফায় জনসভার তারিখ পেছানো হয়।

বিএনপির সমাবেশে ৭ দফা উপস্থাপন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম।

১। তফসিলের আগে খালেদা জিয়ার মুক্তি। ২। তারেক রহমান সহ সকল নেতা কর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার। ৩। সংসদ ভেঙ্গে নিরপেক্ষ সরকার গঠন। ৪। নির্বাচন কমিশন পূনর্গঠন। ৫। সেনাবাহিনী মোতায়েন। ৬। ইভিএম পদ্ধতি বাতিল ও ৭। নতুন করে মামলা দেওয়া বন্ধ করতে হবে।

দুপুরে জনসভা শুরু হলেও সকাল থেকেই নেতাকর্মীরা উদ্যানে আসতে শুরু করে। বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সভামঞ্চে দেশাত্মবোধক ও দলীয় সংগীত পরিবেশন করা হয়। বেলা ২টার আগেই সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশস্থল যেন জনসমুদ্রে রূপ নেয়।