দেবহাটা

দেবহাটায় সরকারের সাফল্য ও ভিশন ২০২১ বিষয়ক আলোচনা

By daily satkhira

September 30, 2018

দেবহাটা ব্যুরো : দেবহাটায় তথ্য অফিসের আয়োজনে রবিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ মুক্ত মঞ্চে সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে ২০২১ ভিশন বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ-আল আসাদ। প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ¦ আব্দুল গনি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মিসেস নাজমুন নাহার, উপজেলা আঃলীগের সভাপতি নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মুজিবর রহমান, উপজেলা আঃলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রেখে সরকারের বিভিন্ন সাফল্য অর্জন ও ভিশন ২০২১ বিষয়ে বিস্তারিত আলোকপাত করেন জেলা তথ্য অফিসার মোজাম্মেল হক। জেলা তথ্য অফিসের মোঃ মনিরুজ্জামান জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে এসময় অন্যান্যের মধ্যে সখিপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আঃলীগের সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন রতন, পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, প্রধান শিক্ষক অনুপ কুমার দাস সহ উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা এসময় সরকারের বিভিন্ন সেক্টরে উন্নয়ন ও ২০২১ ভিশন ভিষয়ে বিস্তারিত আলোচনা করেন। শেষে মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এডিপির অর্থায়নে ১৭ জন নারীকে সেলাই মেশিন প্রদান করা হয় এবং উপজেলা পর্যায়ে মহিলাদের আয়বর্ধক প্রশিক্ষক কর্মসূচীর আওতায় ৪০ জন নারীকে ২ লক্ষ ৪০ হাজার প্রশিক্ষন ভাতা প্রদান করা হয়।