জাতীয়

দেশে দুর্নীতি বাড়ছেই: দুদকের সাবেক চেয়ারম্যান

By daily satkhira

October 01, 2018

অনলাইন ডেস্ক: দুর্নীতি দমন কমিশনের সাবেক চেয়ারম্যান গোলাম রহমান বলেছেন, দুর্নীতি প্রতিরোধে সভা, সেমিনার, গণশুনানি ও প্রতিবেদন প্রকাশ-সহ নানাবিধ কর্মসূচি পালন করার পরও দুর্নীতি থেমে নেই, দেশে দুর্নীতি বাড়ছেই। রাজনৈতিক দলগুলো নির্বাচনী ইশতেহারে দুর্নীতি দমনের প্রতিশ্রুতি দিলেও ক্ষমতায় এসে তার বাস্তবায়ন করে না। যে প্রক্রিয়ায় সংসদ সদস্য নির্বাচিত হন, যে প্রক্রিয়ার সরকার গঠিত হয়, সে প্রক্রিয়ার মধ্যেই যদি দুর্নীতির বীজ থাকে, তাহলে দুর্নীতি দমন সহজ হবে না। এ অবস্থার অবসানে পদ্ধতিগত সংস্কার জরুরি। শনিবার রাজধানীর বিএফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। প্রতিযোগিতায় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিকে পরাজিত করে বাংলাদেশ ইউনিভার্সিটির বিতার্কিকরা বিজয়ী হয়। গোলাম রহমান আরো বলেন, নির্বাচনী ব্যয়ের সীমারেখা প্রার্থীরা মেনে চলেন না। আবার সৎ ও আর্থিকভাবে অসচ্ছল ব্যক্তিরা নির্বাচন প্রক্রিয়া থেকে দুরে থাকেন। রাজনীতিতে পেশি শক্তি ও অর্থ শক্তির প্রাধান্য দুর্নীতিবাজদের উৎসাহিত করে। দুর্নীতি দমনে ন্যায়পাল নিয়োগের বিধান করা হলেও এখনো ন্যায়পাল নিয়োগ হয়নি। তিনি অবিলম্বে ন্যায়পাল নিয়োগের দাবি জানান। তিনি আরো বলেন, শুধু শাস্তি দিয়ে দুর্নীতি প্রতিকার সম্ভব নয়। দুর্নীতি প্রতিরোধে রাজনৈতিক সদিচ্ছা জরুরি। হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, শক্তিশালী সংসদীয় ব্যবস্থা, সুশাসন, সঠিক গণতন্ত্র, ভোটাধিকার, আইনের শাসন ব্যতীত দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব নয়। রাজনীতিবিদরা চাইলে দুর্নীতি প্রতিরোধ করা সময়ের ব্যাপার মাত্র। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।