আন্তর্জাতিক

মানিব্যাগ চুরি করল পাকিস্তানের এক আমলা

By daily satkhira

October 01, 2018

বিদেশের খবর: পাকিস্তানে বিনিয়োগ করতে আসা এক কুয়েতি প্রতিনিধির মানিব্যাগ চুরি করেছে পাকিস্তানের শীর্ষ এক আমলা। ওই ঘটনার পর আন্তর্জাতিক পর্যায়ে কূটনৈতিকভাবে ইমেজ সংকটে পড়েছে দেশটি। পাকিস্তানের অর্থমন্ত্রণালয়ের ভবনে অনুষ্ঠিত দ্বি-পাক্ষিক আলোচনা সভার সময় ওই চুরির ঘটনা ঘটে। সেখানে থাকা সিসি ক্যামেরায় এ ঘটনা ধরা পড়ে। কুয়েতের একদল প্রতিনিধির সঙ্গে পাকিস্তানের শীর্ষ ২০ জন আমলা আলোচনায় অংশগ্রহণ করেন। আলোচনা শেষে কুয়েতের এক প্রতিনিধি ভুল করে দিনার ভর্তি মানিব্যাগ আলোচনার টেবিলে ফেলে চলে যান। পরে সিসিটিভির ফুটেজে দেখা যায়, এক আমলা মানিব্যাগটি তার পকেটে ভরে নিয়ে চলে যায়। সিসিটিভির ওই ভিডিওটি মুহূর্তেই অনলাইনে ভাইরাল হয়ে যায়। এ বিষয়ে পাকিস্তানের তথ্যমন্ত্রী ফুয়াদ চৌধুরী বলেন, এই আমলারা গত সরকারের সময় এসব কাজের শিক্ষা নেয়। ওই ঘটনায় জড়িত আমলার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।