জাতীয়

তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চেয়ে হাইকোর্টে রিট

By daily satkhira

October 01, 2018

দেশের খবর:   নির্বাচনের ৪২ দিন আগে সংসদ ভেঙে দিয়ে তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করার নির্দেশ চেয়ে হাইকোর্টে রিট। নতুনভাবে ও নতুন আঙ্গিকে তত্ত্বাবধায়ক সরকার গঠনের ব্যবস্থাগ্রহণের জন্য প্রয়োজনীয় নির্দেশনা চাওয়া হয়েছে এ রিটে। সোমবার (১ অক্টোবর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট করা হয়। সুপ্রিমকোর্টের আইনজীবী অ্যাডভোকেট ড. ইউনুস আলী আকন্দ এ রিট করেন। বিষয়টি নিশ্চিত করে আবেদনের ওপর দুপুরে শুনানি হতে পারে বলে জানান এ আইনজীবী। রিটে আইন মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রিপরিষদ সচিব, প্রধান নির্বাচন কমিশনারসহ সাতজনকে বিবাদী করা হয়েছে। রিটে বিবাদীদের বিরুদ্ধে সংসদ নির্বাচনের ৪২ দিন আগে জাতীয় সংসদ ভেঙে দিয়ে নতুনভাবে এবং নতুন আঙ্গিকে তত্ত্বাবধায়ক সরকার গঠনের ব্যবস্থাগ্রহণের নির্দেশনা চেয়ে রুল জারিরও আবেদন করা হয়েছে।