প্রেস বিজ্ঞপ্তি : মানুষ গড়ার কারিগর শিক্ষক-শিক্ষিকা। আজ আশাশুনি উপজেলাধীন ৬৮নং শ্রীউলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষীকা সাবেক ছাত্রনেতা, গণমাধ্যমকর্মী ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা: আ ফ ম রুহুল হক এমপি’র প্রেস সচিব ও এ্যাম্বাসেডর তোষিকে কাইফু’র স্ত্রী সুরভী পারভীনের জন্মদিন। তিনি ১৯৯১ সালের ০১ অক্টোবর সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার মহিষকুড় মোল্যা বাড়ির এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। পিতা মৃত সাইদুর রহমান মোল্যা ছিলেন ব্যবসায়ী ও একাধিক বার নির্বাচিত ইউপি সদস্য, মাতা নূর জাহান বেগম গৃহিনী। তারা তিন ভাই বোন। তিনি ছিলেন পরিবারের কনিষ্ঠ কন্যা। তিনি মাড়িয়ালা মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০০৮ সালে এসএসসি পাশ করেন। ২০১০ সালে ছফুরননেছা মহিলা কলেজ থেকে এইচএসসি পাশ করেন এবং সাতক্ষীরা দিবা-নৈশ্য কলেজ থেকে ২০১৪ সালে কৃতিত্বের সাথে স্নাতক ডিগ্রি লাভ করেন। ২০১৫ সালের ৫ ফেব্রুয়ারি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের অধীনে সহকারি শিক্ষীকা হিসেবে আশাশুনি থানার শীতলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন। বর্তমানে ৬৮ নং শ্রীউলা সরকারি প্রাথমিক বিদ্যালয় অধ্যবদি ২০১৮ সালে জানুয়ারী থেকে সাতক্ষীরা (পিটিআই) তে (ডিপিএড) ডিগ্রি প্রশিক্ষনার্থী ২০১৭ সালের ১৮ ডিসেম্বর সাবেক ছাত্রনেতা ও গণমাধ্যমকর্মী তোষিকে কাইফুর সাথে বিবাহে আবদ্ধ হন। তার দেবর নাট্য অভিনেতা আরিফুজ্জামান আপন বলেন, আমার ভাবি আমার মায়ের মত। ভাইয়া কর্ম জীবনে ব্যস্ত থাকায় ভাবি পরিবারের সব কিছু দেখাশুনা করেন। জন্মদিন উপলক্ষে সুরভী পারভীন নিজেও জেলাবাসীর কাছে স্বামী ও পরিবারের জন্য দোয়া চেয়েছেন।