খেলার খবর: তিন ম্যাচের নির্বাসন কাটিয়ে মাঠে ফিরেছেন কিলিয়ান এমবাপ্পে। অবশ্য গোল পাননি তিনি। তবে জয় পেতে কষ্ট হয়নি পিএসজির। নেইমারের জোড়া গোলে নিসকে ৩-০ গোলে হারিয়েছে দ্য পারিসিয়ানরা। এরই মাঝে গুঞ্জন, এমবাপ্পেকে পেতে মরিয়া ম্যানচেস্টার সিটি। তাকে ডেরায় ভেড়াতে ঝাঁপিয়ে পড়েছে ইংলিশ ক্লাবটি। তার ব্যাপারে ভীষণ আগ্রহী পেপ গার্দিওলা। তিনি মনে করেন, ফরাসি তরুণকে পেলে চ্যাম্পিয়নস লিগে সাফল্য আসবে। শোনা যাচ্ছে, এমবাপ্পের জন্য প্রায় এক হাজার ৮৯০ কোটি টাকা খরচ করতে প্রস্তুত ম্যানসিটি, যা নেইমারকে কিনতে পিএসজির খরচের থেকেও বেশি। শুধু বছরেই তার বেতন হবে ১৯০ কোটি টাকা। এমবাপ্পে মোনাকোতে খেলার সময় থেকেই তার ব্যাপারে উৎসাহী গার্দিওলা। তবে ফ্রান্সের বাইরে যেতে চাননি বিশ্বকাপের উদীয়মান এ সেরা খেলোয়াড়। এ কারণেই তিনি পিএসজিতে খেলার সিদ্ধান্ত নেন। চাউর হয়েছে, রিয়াল মাদ্রিদ এখনও এমবাপ্পেকে পেতে মুখিয়ে।