খেলা

ধোনি একাই ৮০০

By daily satkhira

October 01, 2018

খেলার খবর: এশিয়া কাপের ফাইনালে নতুন মাইলস্টোন স্পর্শ করলেন মহেন্দ্র সিং ধোনি। শুক্রবার এশিয়া কাপের ফাইনালে কুলদীপ যাদবের বলে লিটন দাস এবং মাশরফি মুর্তজাকে স্ট্যাম্পিং করেন এমএসডি। আন্তর্জাতিক ক্রিকেটে তিনটি ফরম্যাট মিলিয়ে ধোনির ৮০০টি শিকার (ক্যাচ+স্ট্যাম্পিং) পূর্ণ হলো। ধোনির ৮০০তম শিকার হলেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি মুর্তজা। এশিয়ার প্রথম উইকেটকিপার হিসেবে ৮০০ শিকার ধোনির। ৯০ টেস্টে ২৯৪টি শিকার ধোনির নামের পাশে। ৩২৭টি একদিনের ম্যাচে ৪১৯ শিকার মাহির। আর ৯৩টি টি-টোয়েন্টি ম্যাচে ৮৭টি শিকার মহেন্দ্র সিং ধোনির। আন্তর্জাতিক ক্রিকেটে উইকেটকিপার হিসেবে সবচেয়ে বেশি শিকার করে তালিকায় ধোনি এখন তিন নম্বরে। আন্তর্জাতিক ক্রিকেটে উইকেটকিপার হিসেবে সবচেয়ে বেশি শিকারের তালিকায় ধোনির আগে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন উইকেটকিপার মার্ক বাউচার (৯৯৮) এবং অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্ট (৯০৫)।