দেবহাটা

দেবহাটার ইউএনও প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে জেলার মধ্যে শ্রেষ্ঠ

By daily satkhira

October 01, 2018

কে.এম রেজাউল করিম, দেবহাটা ব্যুরো ॥ দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ-আল আসাদ প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে জেলার মধ্যে শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন। সম্প্রতি জেলা শিক্ষা কমিটির সভায় জেলার মধ্যে তিনি শ্রেষ্ঠ নির্বাচিন হন। প্রাথমিক শিক্ষায় বিশেষ নজর ও সৃজনশীল কাজের স্বীকৃতি স্বরুপ ইউএনও হাফিজ-আসাদকে এই সম্মাননা দেয়া হয়। প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়নের জন্য অবদান, বিদ্যালয়ের উন্নয়নে শিশুদের উপস্থিতি, শিশুদের বিদ্যালয় ত্যাগের হার, ব্যক্তিগত দান ও জনগনের সহযোগীতায় বিদ্যালয়ে শিশুদের বসার স্থান বা টুল বেঞ্চ তৈরি, প্রাথমিক শিক্ষার নীতি নির্দেশনামূলক প্রবন্ধ/নিবন্ধ/বই প্রকাশ, বিদ্যালয়কে আকর্ষনীয় করতে সহযোগীতা সহ বিদ্যালয় পরিদর্শন, শিক্ষার উন্নয়নে পিতা মাতাকে সচেতন করা, বৃত্তিপ্রাপ্ত শিশুদের পুরষ্কৃত করা ও গরীব শিশুদের পোশাক প্রদান করা সহ বিভিন্ন বিষয়ে বিশেষ অবদান রাখা ছাড়াও দেবহাটা উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ে ডিজিটাল হাজিরা মেশিন প্রদান, ১৯ ইঞ্চি করে বিদ্যালয়গুলোতে মনিটর প্রদান ও পেনড্রাইভ বিতরন করেন। সব দিক মিলিয়ে জেলা শিক্ষা কমিটির সভায় হাফিজ-আল আসাদকে শ্রেষ্ঠ নির্বাচিত করা হয়। এ বিষয়ে ইউএনও হাফিজ-আল আসাদ জানান, তিনি প্রাথমিক শিক্ষার উন্নয়নে সবসময় কাজ করার চেষ্টা করেন। কারন প্রাথমিক শিক্ষাই হলো একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ জীবনের দিক নির্দেশনা বহন করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিক্ষার উন্নয়নের বিভিন্ন ধাপ পর্যবক্ষেন করে তিনি সরকারের লক্ষ্য বাস্তবায়নে কাজ করবেন। ইউএনও জানান, তার এ পুরষ্কার সমগ্র দেবহাটাবাসীর।