খুলনা

পাইকগাছা প্রেসক্লাবে জালিয়াতি চক্রের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

By daily satkhira

December 20, 2016

পাইকগাছা ব্যুরো : পাইকগাছা প্রেসক্লাবে এক জালিয়াতি চক্র ও কথিত আইনজীবীর বিরুদ্ধে মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গজালিয়া মৎস্যজীবী সমবায় সমিতি লিঃ এর পক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শুনান খোরশেদ আলম। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, আমিরপুর গ্রামের মাহমুদ গাজীর ছেলে এবিএম এনামুল হক একজন চাঁদাবাজ, জালিয়াতি চক্রের হোতা। জাল স্বাক্ষর করে টাকা তোলার অপরাধে ২০০৬ সালে তৎকালীন উপজলা নির্বাহী কর্মকর্তা বাদী হয়ে এনামুলের বিরুদ্ধে ম্যাজিষ্ট্রেট আদালতে ১৭১/০৬ মামলা করেন। এছাড়া গজালিয়া মৎস্যজীবী সমবায় সমিতি লিঃ খুলনা জেলা প্রশাসকের রেভিনিউ ডেপুটি কালেক্টরেট হতে বাংলা ১৪২২ হতে ১৪২৪ সালের জন্য ২৫১ একর বদ্ধ জলমহল ইজারা নেয়। যার সায়রাত নং- ১৬/২০০৫। উক্ত জলমহলের মামলা পরিচালনার জন্য নিজেকে আইনজীবী পরিচয় দিয়ে এনামুল সমিতির কর্তৃপক্ষের কাছ থেকে ননজুডিসিয়াল ৬শ টাকার সাদা স্ট্যাম্পে স্বাক্ষর করে নেন। ঐ স্ট্যাম্পে তিনি নিজেই জালিয়াতি করে ৭৫ শতাংশ অংশীদারিত্ব লিখে নেয়। যা নিয়ে সমিতি ও তার সাথে বিরোধ চরম আকার ধারণ করেছে। উক্ত এনামুলের বিরুদ্ধে পাইকগাছা থানা ও আদালতে জালিয়াতিসহ ১০/১২ টি মামলা রয়েছে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়। এ ব্যাপারে এনামুলের কাছে জানতে চাইলে তিনি বলেন, ২০০৯ সালে এলএলবি পাশে করেছি। তবে বার কাউন্সিলে পরীক্ষা দেয়া হয়নি। খুলনা বার কাউন্সিলে শিক্ষানবিস হিসেবে রয়েছি। বর্তমানে বাসাখালীর একটি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।