ভিন্ন স্বা‌দের খবর

‘কপি-পেস্ট’ প্রযুক্তিতে ভবন নির্মাণ

By daily satkhira

October 02, 2018

অনলাইন ডেস্ক: সাম্প্রতিক বিশ্বে ভবন নির্মাণে চীনের ব্যবহূত ‘হাইব্রিড’ প্রযুক্তি ‘কপি-পেস্ট’ স্থাপত্য হিসেবেই দেশটিতে পরিচিতি পেয়েছে। কারণ হলো- এই প্রযুক্তি অনেকটা কম্পিউটারে কপি-পেস্টের মতোই! চীনের এই প্রযুক্তিতে ভবন নির্মাণে কিছু অংশ হাতে করা হয় কিছু অংশ বিশাল আকারের রোবটিক হাত দিয়ে করা হয়। কম্পিউটারে ডিজাইন করার পর এটি কপি করে সফটওয়্যারের নির্দিষ্ট ফোল্ডারে পেস্ট করে দিলেই বিশাল বিশাল দুটি রোবটিক হাত ভবনটি নির্মাণের কাজ শুরু করে দেয়। ছবিতে ইংরেজি ৮ আদলের যে বিশাল ভবনটি দেখা যাচ্ছে সেটি এই প্রযুক্তি ব্যবহার করে মাত্র ৫২ দিনে ভবনটি নির্মাণ করা হয়েছে। সংশ্লিষ্ট প্রকৌশলীরা দাবি করছেন, অন্তত দুই বছর সময় গেগে যেত প্রচলিত পদ্ধতিতে এই ভবনটি তৈরি করতে।