কলারোয়া

কলারোয়ার বিশ্ব শিশু দিবস র‌্যালি

By daily satkhira

October 02, 2018

কলারোয়া প্রতিনিধি : মঙ্গলবার সকালে কলারোয়ার বাটরায় বিশ্ব শিশু দিবসে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ওই সভাটি বাঁটরা শিশু শিক্ষা কেন্দ্র ব্যবস্থাপনায় ও কারিতাস আলো ঘর (লাইট হাউজ) প্রকল্প দ্বারা পরিচালিত হয়েছে। এর সহযোগিতায় দাতা সংস্থা ইউরোপিয়ান ইউনিয়ন ও কারিতাস। বিশ্ব শিশু পেলে অধিকার, খুলবে নতুন বিশ্ব দ্বার এই প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন-বাঁটরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহুল আমিন। বাটরা স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি মো: আব্দুল আহাদ বিশ্বাসের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহ শিক্ষক হাবিবুর রহমান। এসময় উপস্থিত ছিলেন-মি: ম্যাগমল কান্তি জোদ্দার টেকনিক্যাল অফিসার কারিতাস খুলনা, মি: রিচার্ড বিশ্বাস এ্যাডুকেশন সুপারভাইজার আলো ঘর প্রকল্প কারিতাস সাতক্ষীরা প্রমুখ। বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে ধানদিয়া শিশু কেন্দ্রে দিনটি উদযাপন করা হয়। এ ছাড়া র‌্যালি সহ মহা সড়ক প্রদক্ষিণ করা হয় এবং পরে শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ এবং ছাত্র-ছাত্রীগণ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন-শিশু দিবসটি প্রথমবার তুরস্কে পালিত হয়েছিল ১৯২০সালের ২৩ এপ্রিল তারিখে। বিশ্ব শিশু দিবস নভেম্বর ২০ উদযাপন করা হয় এবং আন্তর্জাতিক শিশু দিবস জুন ১ তারিখে উদযাপন করা হয়। তবে বিভিন্ন দেশে নিজস্ব নির্দিষ্ট দিন আছে দিবসটিকে উদযাপন করার এবং শিশু শ্রম বাজার কমাতে হবে বলে তিনি মতামত ব্যক্ত করেন। আর শিশুদের স্কুলে নিয়ে আসতে হবে বলেও সকলকে ঐক্যমতে পৌছাতে হবে বলে জানান। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন অত্র স্কুলের শিক্ষক মিলন হোসেন।